জন্মদিনে শাহরুখকে সেরা উপহার কেকেআরের,পয়েন্ট টেবিলে ৮ থেকে ৪-এ উঠে প্লে অফের হাতছানি বাজিগর কলকাতার
৫৫ তম জন্মদিনের, কয়েক ঘন্টা আগে শাহরুখ খানকে সেরা উপহার দিল কলকাতা নাইট রাইডার্স। সোমবার ২ নভেম্বর ৫৫ বছরে পা দিলেন বাদশা শাহরুখ খান। বাজিগরের জন্মদিনের আগের রাতে রাজস্থানকে ৬০ রান হারিয়ে ফ্র্যাঞ্চাইজির মালিকের মুখে হাসি ফোটালেন মর্গ্যান-কামিন্সরা।
ম্যাচে মর্গ্যানের ৬৮ রানের ঝোড়ো ব্যাটিংয়ের পর ৪ ওভারে ৩৪ রান খরচে ৪ উইকেট নিয়ে গেম চেঞ্জিং মুহূর্তে প্যাট কামিন্সের। ব্যাটে-বলে দাপুটে পারফর্ম্যান্সে ভর করে ম্যাচ জিতল কেকেআর। ফলে লিগ পর্বের ১৪ ম্যাচ শেষে ১৪ পয়েন্টে পৌঁছল কলকাতা। যার সুবাদে পয়েন্ট টেবিলে ৮ নম্বর থেকে চারে পৌঁছে গেল নাইট রাইডার্স।

মঙ্গলবার লিগের শেষ ম্যাচে সানরাইজার্স বনাম মুম্বই মহারণ। সানরাইজার্স হারলে চার নম্বরে থেকে প্লে অফে যাবে কেকেআর। শেষ ম্যাচে ওয়ার্নাররা মুম্বইকে হারিয়ে ১৪ পয়েন্টে পৌঁছলে, কেকেআর ও সানরাইজার্সের মধ্যে নেট রান রেটে এগিয়ে থাকা দল চতুর্থ স্থানে থেকে প্লে অফে যাবে।
একনজরে পয়েন্ট টেবিলে কে কোথায়
১) ১৩ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে মুম্বই ইন্ডিয়ান্স
২) ১৩ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
৩) ১৩ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে দিল্লি ক্যাপিটালস
৪) ১৪ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে কলকাতা নাইট রাইডার্স
৫) ১৩ ম্যাচ শেষে ১২ পয়েন্টে পাঁচ নম্বরে সানরাইজার্স হায়দরাবাদ
৬) ১৪ ম্যাচ শেষে ১২ পয়েন্টে ছয় নম্বরে কিংস ইলেভেন পাঞ্জাব
৭) ১৪ ম্যাচ শেষে ১২ পয়েন্টে সাত নম্বরে চেন্নাই সুপার কিংস
৮) ১৪ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রাজস্থান রয়্যালস।