ব্যর্থ ম্যাক্সওয়েলকে দিনের পর দিন সুযোগ,গেইল তবু বাইরে,আইপিএল ২০২০ আদৌও সুযোগ পাবেন কিনা প্রশ্ন!
আইপিএল ২০২০ তে গেইলের জন্য অপেক্ষা আরও বাড়ল। চলতি লিগে টানা ৬ ম্যাচে দলের বাইরে ক্রিস গেইল। ১৩ তম আইপিএলে দুই ওপেনার দারুণ খেলায় এখনও পর্যন্ত ক্রিস গেইলকে দলে নিতে পারেনি পাঞ্জাব। শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১০ উইকেটে হেরেছে লোকেশ রাহুলের দল। এরপর এদিন পাঞ্জাব দলে একাধিক পরিবর্তনের প্রত্যাশা ছিল।

প্রত্যাশা মতো দলে একাধিক পরিবর্তনেও নেই গেইল
সেই প্রত্যাশা মতো কিংস ইলেভেন পাঞ্জাবে এদিন ৩টি পরিবর্তন হয়েছে। যদিও ক্রিস গেইল আজও আইপিএল ২০২০তে পাঞ্জাবের জার্সি গায়ে চাপাতে পারলেন না। ফেল মরু শহরে গেইল ঝড় দেখতে হলে, অপেক্ষা আরও বাড়ল বলা চলে।

কেন নেই গেইল
আইপিএল ২০২০তে পাঞ্জাবের দুই ওপেনার বিধ্বংসী ফর্মে রয়েছেন। যেখানে লোকেশ রাহুল ৫ ম্যাচে ৩০২ রান হাঁকিয়ে কমলা টুপির মালিক। অন্যদিকে ৫ ম্যাচে পাঞ্জাবের অপর ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ২৭২ রান হাঁকিয়েছেন। দুই ওপেনারই আইপিএলে এখনও পর্যন্ত ১টি করে শতরান হাঁকিয়েছেন। সেই কারণে ওপেনিংয়ে পরিবর্তন করে গেইলকে দলে ঢোকাতে পারছেন না রাহুল।

কার জায়গায় দলে ঢুকতে পারেন গেইল
প্রসঙ্গত আইপিএল ২০২০তে পাঁচ ম্যাচ খেলে গ্লেন ম্যাক্সওয়েলের সংগ্রহ মাত্র ৪১ রান। মিডল অর্ডারে চূড়ান্ত ব্যর্থ ম্যাক্সওয়েল। তারপরও কোন মোহে ডানহাতিকে দিনের পর দিন খেলানো হচ্ছে উত্তরে নেই।

গেইলকে জায়গা করে দিতে ব্যাটিং অর্ডার পাল্টাতে পারেন রাহুল
প্রয়োজন গেইলকে ওপেনিংয়ে খেলিয়ে লোকেশ রাহুল মিডল অর্ডারে নেমে আসতে পারেন। রাহুলের মতো ক্রিকেটার ওপেনিং থেকে চার-পাঁচ সর্বত্রই নিজেকে মানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কেন তিনি এমন বিকল্প ভাবছেন না, সেই নিয়েও প্রশ্ন উঠছে।
আইপিএল ২০২০ : মুখোমুখি দিল্লি ও রাজস্থান, শক্তিতে এগিয়ে কোন শিবির? ম্যাচের প্রেক্ষাপট, স্থান, সময়