For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: বিধ্বংসী শতরানে পাঞ্জাবকে রানের পাহাড়ে পৌঁছে দিলেন লোকেশ রাহুল

আইপিএল ২০২০: বিধ্বংসী শতরানে পাঞ্জাবকে রানের পাহাড়ে পৌঁছে দিলেন লোকেশ রাহুল,কঠিন টার্গেট আরসিবির

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় কোনও ব্যাটসম্যানের ব্যাটে আইপিএল ২০২০ তে প্রথম শতরান। এদিন দুবাইয়ে ৬২ বলে সেঞ্চুরি হাঁকালেন লোকেশ রাহুল। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং রাহুলের। শতরানে পৌঁছতে ১২টি চার ও ৩টি ছক্কা হাঁকান রাহুল। শতরান সম্পূর্ণ করার আগে দুবার রাহুলের ক্যাচ ফেলেন বিরাট কোহলি। এরপর আর শতরান ছুঁতে ভুল করেননি পাঞ্জাব অধিনায়ক। চার হাঁকিয়ে এদিন রাহুল শতরান গড়েন।

আইপিএল ২০২০: বিধ্বংসী শতরানে পাঞ্জাবকে রানের পাহাড়ে পৌঁছে দিলেন লোকেশ রাহুল

আইপিএল কেরিয়ারে এটি রাহুলের দ্বিতীয় শতরান। রাহুলের ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বড় রানের টার্গেট ছুঁড়ে দিতে পারল কিংস ইলেভেন পাঞ্জাব। নির্ধারিত ২০ ওভারে কিংস ২০৬ রান তুলল। ম্যাচ জিততে বিরাটের দলের টার্গেট ২০৭ রান।

ওপেন করতে নেমে শেষ পর্যন্ত এদিন ৬৯ বলে রাহুল ১৩২ রান হাঁকিয়ে নট আউট থাকেন। এটাই আইপিএল কেরিয়ারে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত রান। রাহুলের ইনিংসে ১৪টি চার ও ৭টি ছক্কা রয়েছে। শেষ ওভারে দুবেকে শেষ তিন বলে ৪, ৬, ৬ হাঁকান রাহুল।

শেষ দুই ওভারে রাহুল-নায়ার জুটি ৪৯ রান হাঁকান। রাহুল ছাড়া মায়াঙ্ক আগারওয়াল ২৬ , পুরান ১৭ ও করুন নায়ার ১৫ রান হাঁকিয়েছেন। দুবাইয়ে এমন বিধ্বংসী ব্যাটিংয়ের পর বিরাট কোহলি-এ বি ডিভিলার্সরা এই রান তাড়া করে ম্যাচ জিততে পারেন কিনা, সেটাই এখন দেখার।

প্রসঙ্গত এমন বিধ্বংসী ব্যাটিংয়ে একই দিনে রাহুল দুটি রেকর্ড গড়লেন। প্রথমটি সচিন তেন্ডুলকরের ৮ বছর পুরনো রেকর্ড ভেঙে দিলেন রাহুল। এদিন আইপিএলে দ্রুততম ভারতীয় হিসেবে ৬০ ইনিংসে ২০০০ রানের ক্লাবে ঢুকে পড়লেন রাহুল। সচিন ৬৩ ইনিংস খেলে ২০০০ রান হাঁকিয়েছিলেন।

অন্যদিকে ১৩২ রান হাঁকিয়ে আইপিএলে ভারতীয়দের মধ্য়ে ব্য়ক্তিগত সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন লোকেশ রাহুল।

English summary
IPl 2020: Kings Xi vs Rcb, KL Rahul hit 132* runs, RCB need 207 runs to win
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X