For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: বয়স হলে বাদ পড়তে হয়! নাম না করে 'বুড়ো' ধোনিকে কটাক্ষ প্রাক্তন সতীর্থের

আইপিএল ২০২০: বয়স হলে বাদ পড়তে হয়! নাম না করে 'বুড়ো' ধোনিকে কটাক্ষ প্রাক্তন সতীর্থের

  • |
Google Oneindia Bengali News

শেষ পর্যন্ত ক্রিজে থেকেও চেন্নাইকে জেতাতে পারলেন না মহেন্দ্র সিং ধোনি। সানরাইজার্সের বিরুদ্ধে ৩৬ বলে ৪৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেও ফিনিশার হতে উঠতে পারেননি ধোনি। টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা ও সঠিক সময়ে রান রেটে গতি না আনার কারণেই সারনাইজার্সের বিরুদ্ধে ধোনির দল ৭ রানে ম্যাচ হেরেছে।

আইপিএল ২০২০: বয়স হলে বাদ পড়তে হয়! নাম না করে বুড়ো ধোনিকে কটাক্ষ প্রাক্তন সতীর্থের

এই হারের ফলে হারের হ্যাটট্রিক সম্পূর্ণ করেছে চেন্নাই। ২০১৪ সালের পর আইপিএলে এই প্রথম হারের হ্যাটট্রিক চেন্নাইয়ের।

যারপর বয়স বাড়ার কারণেই কি ধোনির ব্যাটিং ক্রমেই মন্থর হচ্ছে ক্রিকেট মহলে এই প্রশ্ন উঠতে শুরু করে দিল। ম্যাচ হারের পর ধোনি নিজে দুবাইয়ের গরম আবহাওয়ার নিয়ে মন্তব্য করেছেন। এবার মাহির নাম না করে তাঁকে কটাক্ষ করলেন প্রাক্তন সতীর্থ ইরফান পাঠান।

টুইটে পাঠান কারুর নাম না উল্লেখ করে লিখেছেন, 'কারুর জন্য বয়স একটি সংখ্যা মাত্র, আর কারোর জন্যে সেটি দল থেকে বাদ পড়ার কারণ।' বর্তমান সময় ধোনির বয়স নিয়ে ক্রিকেটে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। ধোনি অগাস্টে দেশের জার্সি থেকে অবসর নিয়েছেন। ৩৯ বছর বয়সী ধোনি এরপর আইপিএলে জ্বলে উঠতে পারেন কিনা, সেই নিয়ে চর্চা তুঙ্গে।

যার মাঝেই ধোনির দলের টানা তিন ম্যাচে হার। যার দুই ক্ষেত্রে ধোনি নিজেই আবার শেষ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন। যার পর ধোনি বুড়ো হওয়া তাঁর ম্যাজিক ফুরিয়ে এসেছে বলে নিন্দুকরা সমালোচনা শুরু করেছেন। নাম উল্লেখ না করে তার মাঝে ধোনিকে কটাক্ষ পাঠানের।

যদিও ধোনির প্রাক্তন দুই সতীর্থ আর পি সিং এবং শান্তাকুমারন শ্রীসন্থ, ম্যাচ জেতানোর জন্য শেষ বল পর্যন্ত ধোনির নাছোড় মানসিকতার প্রশংসা করেছেন।

English summary
IPl 2020: Irfan Pathan posts tweet says 'Age is a reason to be dropped' after MS Dhoni continues to struggle
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X