For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেন্নাই ম্যাচে নাইটদের চিন্তা নেট রান রেট! শেষ ২ ম্যাচ জিতেও প্লে-অফ অনিশ্চিত হতে পারে কেকেআরের!

চেন্নাই ম্যাচে নাইটদের চিন্তা নেট রান রেট! শেষ ২ ম্যাচ জিতেও প্লে-অফ অনিশ্চিত হতে পারে কেকেআরের!

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার আইপিএল ২০২০ অভিযানে দুবাইয়ে চেন্নাইয়ের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী প্লে-অফ নিশ্চিত করতে লিগের অবশিষ্ট ২ ম্যাচেই এখন কেকেআরের কাছে মরণ বাঁচন লড়াই। এই পরিস্থিতিতে কলকাতার স্বপ্নভঙ্গ করে দিতে পারে চেন্নাই সুপার কিংস।

কলকাতার পরের দুই ম্যাচ কবে, প্রতিপক্ষ কারা

কলকাতার পরের দুই ম্যাচ কবে, প্রতিপক্ষ কারা

আইপিএল ২০২০ অভিযানে কেকেআর তাঁদের শেষ ২টি ম্যাচ জিতলে ১৬ পয়েন্টে পৌঁছবে। বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংস ও রবিবার রাজস্থানের বিরুদ্ধে কলকাতার ম্যাচ রয়েছে।

প্লে অফের লড়াইয়ে কেকেআরের প্রতিদ্বন্দ্বী পাঞ্জাবের ম্যাচ কবে

প্লে অফের লড়াইয়ে কেকেআরের প্রতিদ্বন্দ্বী পাঞ্জাবের ম্যাচ কবে

অন্যদিকে পাঞ্জাব তাঁদের শেষ দুই ম্যাচে যথাক্রমে রাজস্থান ও চেন্নাইয়ের বিরুদ্ধে খেলবে। এই অবস্থায় লোকেশ রাহুলের দলও শেষ ২ ম্যাচ জিতলে ১৬ পয়েন্টে পৌঁছবে।

একাধিক দল ১৬ পয়েন্টে পৌঁছতে পারে

একাধিক দল ১৬ পয়েন্টে পৌঁছতে পারে

অন্যদিকে পয়েন্ট টেবিলে প্রথম তিনে থাকা মুম্বই, আরসিবি ও দিল্লি তাঁদের অবশিষ্ট ম্যাচগুলি থেকে অন্তত ১টি করে ম্যাচ জিতলে তারাও ১৬ পয়েন্টে পৌঁছবে। বর্তমানে তিন দলই ১৪ পয়েন্টে রয়েছে। সেক্ষেত্রে প্লে-অফের লড়াইয়ে একাধিক দলের ১৬ পয়েন্টে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।

গুরুত্বপূর্ণ নেট রান নেট

গুরুত্বপূর্ণ নেট রান নেট

সেক্ষেত্রে বৃহস্পতিবার চেন্নাই ও রবিবার রাজস্থানের বিরুদ্ধে মর্গ্যানের কেকেআরকে শুধু ম্যাচ জিতলেই হবে না, নেট রান রেটের বিষয়টিও মাথায় রাখতে হবে। একাধিক দল ১৬ পয়েন্টে পৌঁছলে সেক্ষেত্রে নেট রান রেটে এগিয়ে থাকা দলই আইপিএল প্লে-অফের টিকিট পাবে। ইতিমধ্যে টানা পাঁচ ম্যাচ জিতে পাঞ্জাব নেট রান রেটে কেকেআরের থেকে এগিয়ে থাকার কারণে, কলকাতার সঙ্গে ১২ পয়েন্টে থাকলেও পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে চার নম্বরে রয়েছে।

English summary
Ipl 2020: How net run rate is crusial for kkr in Ipl 2020 last lap
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X