For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: কোটি টাকার ক্রিকেট লিগে কোটিপতি ক্রিকেটারদের পারফর্ম্যান্স কেমন

আইপিএল ২০২০: কোটি টাকার ক্রিকেট লিগে কোটিপতি ক্রিকেটারদের পারফর্ম্যান্স কেমন

  • |
Google Oneindia Bengali News

মাঝ মরসুমে আইপিএল ২০২০। কোটি টাকার ক্রিকেট লিগে একের পর এক রোমহর্ষক ম্যাচ। রবিবারই সুপার সানডেতে একই দিনে হয়ে গেল তিন ৩টি দুর্ধর্ষ সুপার ওভার। একনজরে কোটি টাকার লিগে, এবছরের কোটিপতি ক্রিকেটারদের পারফর্ম্যান্স কেমন জেনে নেওয়া যাক।

১৫.৫ কোটির প্যাট কামিন্স

১৫.৫ কোটির প্যাট কামিন্স

আইপিএল ২০২০তে এবছর ১৫.৫ কোটিতে দামে প্যাট কামিন্সকে কিনেছে কেকেআর। লিগে অবশ্য তাঁর পারফর্ম্যান্স নিয়ে তীব্র সমালোচনা চলছে। চলতি আইপিএলে কেকেআর জার্সিতে কামিন্স প্রতি ম্যাচেই সুযোগ পেয়েছেন। আইপিএলে ৯ ম্যাচ খেলে কামিন্সের সংগ্রহ মাত্র ৩ উইকেট। কোটিপতি লিগে চূড়ান্ত ব্যর্থ প্যাট কামিন্স।

১০.৭৫ কোটির গ্লেন ম্যাক্সওয়েল

১০.৭৫ কোটির গ্লেন ম্যাক্সওয়েল

আইপিএল ২০২০তে দ্বিতীয় সর্বাধিক মূল্যে বিক্রি হওয়ার অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলও চূড়ান্ত ব্যর্থ। রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচও তাঁর ব্যাটে কোনও রান নেই। ০ রানে সাজঘরে ফেরেন ম্যাক্সওয়েল। আইপিএলে ১০.৭৫ কোটি টাকা পাওয়া কামিন্স ৯ম্যাচে ৫৮ রান হাঁকিয়েছেন।

১০ কোটির ক্রিস মরিস

১০ কোটির ক্রিস মরিস

কোটি টাকার বিক্রি হওয়া ক্রিকেটারদের মধ্য়ে এবছর আইপিএলে সবচেয়ে সফল ক্রিস মরিস। এবছর তাঁকে ১০ কোটি টাকায় দলে নিয়েছে আরসিবি। চোটের কারণে শুরু থেকে আইপিএল ২০২০ খেলা না হলেও লিগের দ্বিতীয়ার্ধে ফিরতে পেরেছেন। আর মাঠে নামেই বোলিংয়ে শক্তি জোগাচ্ছেন মরিস। আরসিবির হয়ে মরিস ৪ ম্যাচ খেলে ৯টি উইকেট পেয়েছেন।

৮.৫ কোটির সেলডন কোটরেল

৮.৫ কোটির সেলডন কোটরেল

এবছর কিংস ইলেভেন পাঞ্জাব ৮.৫ কোটি খরচ করে ওয়েস্ট ইন্ডিয়ান পেসার সেলডন কোটরেলকে নিয়েছে। আইপিএলে ৬টি ম্যাচ খেলে কোটরেল ৬টি উইকেট নিয়েছেন। রাজস্থানের ম্যাচ তেওয়াটিয়াকে ডেথ ওভারে ৬ বলে ৩০ রান খরচ করে আইপিএল ২০২০তে সুনাম খুইয়েছেন কোটরেল।

৮ কোটির ন্যাথান কুল্টারলাইন

৮ কোটির ন্যাথান কুল্টারলাইন

নিলাম থেকে অজি পেসার ন্যাথান কুল্টারলাইনকে ৮ কোটি খরচে কিনেছিল মুম্বই। বুমরাহ-বোল্ট ও প্যাটিনসন জুটি দাপটের সঙ্গে বোলিং করায় শুরু থেকে কুল্টারলাইনকে খেলানো সম্ভব হয়নি। আইপিএল ২০২০-র দ্বিতীয়ার্ধে এরপর কুল্টারলাইনকে সুযোগ দিয়েছেন রোহিত শর্মা। ২ ম্যাচ খেলে ১টি উইকেট পেয়েছেন অজি পেসার।

আজ মাঠে নামলেই মুকুটে নতুন পালক, আইপিএলে ইতিহাস রচনার পথে ধোনিআজ মাঠে নামলেই মুকুটে নতুন পালক, আইপিএলে ইতিহাস রচনার পথে ধোনি

English summary
IPl 2020: How Most Expensive buys in ipl 13 are performing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X