For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০:করোনা থেকে চিনা যোগ!সব বাধা কাটিয়ে,আইপিএলে ত্রাতার ভূমিকায় 'ক্যাপ্টেন' সৌরভের দাদাগিরি

আইপিএল ২০২০: করোনা থেকে চিনা যোগ!সব বাধা কাটিয়ে,আইপিএলে ত্রাতার ভূমিকায় 'ক্যাপ্টেন' সৌরভের দাদাগিরি

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেট প্রশাসনের সিংহাসনে বসে প্রথম বছরেই ওভারস্টেপে ছক্কা হাঁকালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গত বছর অক্টোবরে বিসিসিআই সভাপতি হয়েছেন। একবছরেরও কম সময়ের মধ্য়ে একের পর সাফল্য। দেশের মাটিতে গোলাপি বলে দিন রাতের টেস্ট আয়োজনে সফল হওয়ার পর এবার সব বাধা কাটিয়ে বিদেশের মাটিতে আইপিএল শুরু করে কঠিন পিচে কীভাবে ব্যাট করতে হয় দেখিয়ে দিলেন মহারাজ।

আইপিএল হওয়া নিয়ে ছিল চূড়ান্ত অনিশ্চয়তা

আইপিএল হওয়া নিয়ে ছিল চূড়ান্ত অনিশ্চয়তা

মার্চে ভারতে অতিমারি রূপ নেওয়া কোভিড-১৯ ভাইরাসের কারণে এবছর আইপিএল ২০২০-তে বল গড়়ানো অনিশ্চিত হয়ে পড়েছিল। বোর্ডের সঙ্গে আলোচনা করে ফ্র্যাঞ্চাইজিরাই অতিমারির আবহে টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্তে আসে। যারপর অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত ঘোষণা করে বোর্ড।

বিদেশের মাটিতে আইপিএল আয়োজন করে ত্রাতা সৌরভ

বিদেশের মাটিতে আইপিএল আয়োজন করে ত্রাতা সৌরভ

এই পরিস্থিতি থেকে সবধরনের বাধা পার করে আইপিএল আয়োজনে ত্রাতা সৌরভ। শনিবার তাঁর ক্যাপ্টেন্সিতেই কোভিড মহামারির মাঝে আইপিএলে ঢাকে কাঠি পড়ল।

আইপিএল না হলে বোর্ডের কত ক্ষতি হত?

আইপিএল না হলে বোর্ডের কত ক্ষতি হত?

আইপিএল না হলে বোর্ডের এবছর চার হাজার কোটি টাকার ক্ষতির সম্ভাবনা ছিল। সেই ক্ষতি থেকে ভারতীয় ক্রিকেটকে টেনে তুললেন সৌরভ।

ত্রাতার ভূমিকায় 'ক্যাপ্টেন' সৌরভের দাদাগিরি

ত্রাতার ভূমিকায় 'ক্যাপ্টেন' সৌরভের দাদাগিরি

একটা নয় এবছর আইপিএল আয়োজনের জন্যে একের পর এক বাধা সামলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথমে করোনা সংকটে দেশের মাটিতে আইপিএল আয়োজনের অনিশ্চয়তা দূর করে বিদেশে টুর্নামেন্ট আয়োজন।

টাইটেল স্পনসর নিয়ে তৈরি সমস্যাও মেটালেন সৌরভ

টাইটেল স্পনসর নিয়ে তৈরি সমস্যাও মেটালেন সৌরভ

এরপর স্পনসর জটে বিদ্ধ বিসিসিআই। চিনের সঙ্গে সীমান্ত সমস্যায় বাড়ায়, দেশে চিনবিরোধী পরিস্থিতিতে নতুন টাইটেল স্পনসর জোগাড় করা কঠিন হলেও অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দেন সৌরভ। ভিভোর বদলে আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে জুড়ে যায় ড্রিম ইলেভেন। সেখানেও সৌরভের দাদাগিরিতে মুগ্ধ ভারতীয় ক্রিকেট।

জৈব সুরক্ষায় ম্যাচ করার চ্যালেঞ্জ পূরণ সৌরভের

জৈব সুরক্ষায় ম্যাচ করার চ্যালেঞ্জ পূরণ সৌরভের

এরপর জৈব সুরক্ষার আঁটোসাঁটে নিরাপত্তার মাঝে শেষ পর্যন্ত ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ১৩ তম আইপিএলে বল গড়াল।

মাঠে বসে রাজকীয় মেজাজে ম্যাচ উপভোগ করলেন সৌরভ

মাঠে বসে রাজকীয় মেজাজে ম্যাচ উপভোগ করলেন সৌরভ

মাঠে বসে রাজকীয় মেজাজে ম্যাচ উপভোগ করলেন সৌরভ। ভারতীয় ক্রিকেটের কঠিন সময়ে আয়োজিত সবচেয়ে প্রত্যাশিত টুর্নামেন্টের নেপথ্য নায়ক হিসেবে এভাবেই ইতিহাসের পাতায় নাম তুললেন বোর্ডের ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

English summary
IPl 2020: How Bcci President Sourav Ganguly succeeded to arrange IPl 13 despite CoronaVirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X