মেয়েদের আইপিএলে ঢাকে কাঠি, টুর্নামেন্ট খেলতে আবুধাবিতে পৌঁছে গেল হরমনপ্রীতরা
মরুশহরে ছেলেদের আইপিএলের প্লে-অফ ঘিরে যখন উত্তেজনার পারদ চড়ছে, তখন মেয়েদের আইপিএলের ঢাকে কাঠি পড়ে গেল। ৪ নভেম্বর থেকে মেয়েদের আইপিএল শুরু। এবছর তিনটি দল নিয়ে টুর্নামেন্ট হতে চলেছে। ফাইনাল নিয়ে চার ম্যাচে মেয়েদের আইপিএল বা উইমেন টি-২০ চ্যালেঞ্জ কাপ আয়োজন হতে চলেছে।

আবুধাবিতে পৌঁছলেন হরমনপ্রীতরা
এদিন মেয়েদের আইপিএল খেলতে আবুধাবিতে পৌঁছে গেলেন স্মৃতি মান্ধানা-হরমনপ্রীত কউরা। আইপিএলের অফিশিয়াল টুইটারে তিন দলের মহিলা ক্রিকেটারদের বিমান সফরের ছবি পোস্ট করা হয়েছে। এরপর মরুশহরে মহিলা ক্রিকেটাররা ৬ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন।

আইপিএল দিয়েই মাঠে ফিরছেন মিতালিরা
করোনা পরবর্তী সময় মেয়েদের আইপিএলের ম্যাচ দিয়ে হরমনপ্রীত, মিতালি রাজ, স্মৃতি মান্ধা সহ ভারতীয় মহিলা ক্রিকেটাররা মাঠে ফিরতে চলেছেন। কোভিড মহামারীর কারণে ক্রিকেটাররা দীর্ঘ সময় মাঠের বাইরে রয়েছেন, যেখানে মিতালিরা কোনও ধরনের অনুশীলনের মধ্যে নেই। কোয়ারেন্টাইন থেকে বেড়োলেই তাঁদের এরপর প্রস্তুতিতে মেতে উঠতে দেখা যাবে।

মেয়েদের আইপিএলে ৩ দলের অধিনায়ক কারা
মেয়েদের আইপিএলে তিনটি দল থাকছে। সুপারনোভাজ, ট্রেলব্লেজার্স ও ভেলোসিটি এই তিন দল আমিরশাহীতে মেয়েদের আইপিএল ২০২০ খেলবে। সুপারনোভাজ, ট্রেলব্লেজার্স ও ভেলোসিটি এই তিন দলে যথাক্রমে হরমনপ্রিত কউর, স্মৃতি মান্ধনা ও মিতালি রাজ অধিনায়কত্ব করবেন। বাংলার ঝুলন গোস্বামী স্মৃতি মান্ধানার নেতৃত্বে ট্রেলব্লেজার্স দলে খেলবেন।

কটি ম্যাচের টুর্নামেন্ট হচ্ছে
এবছর আমিরশাহীর মাঠে আয়োজিত মহিলাদের আইপিএলে চারটি ম্যাচ হবে। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা অংশ নিচ্ছেন।এবার মহিলাদের আইপিএলে প্রথমবার থাইল্যান্ডের একজন ক্রিকেটার খেলবেন। থাইল্যান্ডের নত্তহাকম চন্তমকে খেলতে দেখা যাবে।

টুর্নামেন্টের সূচি ও ফাইনাল ম্যাচ কবে
৪ নভেম্বর থেকে এবছর মেয়েদের আইপিএল ২০২০ টুর্নামেন্ট শুরু। ৪ নভেম্বর ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায় সুপারনোভাাজ বনাম ভেলোসিটির ম্যাচ দিয়ে মহিলা আইপিএলে ঢাকে কাঠি। এরপর ৫ নভেম্বর সন্ধ্যে সাড়ে সাতটায় ভেলোসিটি বনাম ট্রেলব্লেজার্সের ম্যাচ রয়েছে। ৭ নভেম্বর সন্ধ্যে সাড়ে সাতটায় ট্রেলব্লেজার্স সুপারনোভাসের বিরুদ্ধে খেলবে। ৯ নভেম্বর সন্ধ্যে সাড়ে সাতটায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
করোনা ধাক্কায় ক্রিকেট বন্ধ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে আইসিসি,নজরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ