For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০ : কেকেআরের বিরুদ্ধে 'আত্মনির্ভর' হলেন 'হিট উইকেট' পান্ডিয়া! নেট দুনিয়ায় ভাইরাল মিম

আইপিএল ২০২০ : কেকেআরের বিরুদ্ধে 'আত্মনির্ভর' হলেন 'হিট উইকেট' পান্ডিয়া! নেট দুনিয়ায় ভাইরাল মিম

  • |
Google Oneindia Bengali News

পড়লেন, উঠলেন, চালালেন আবার চমক জাগিয়ে ফিরেও গেলেন! হার্দিক পান্ডিয়ার এনার্জেটিক স্পেশাল পারফরম্যান্স যে সুপার হিট, তা সোশ্যাল মিডিয়ায় তাকালেই বোঝা যায়।

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৪৬ রানে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচেই ব্যাট চালানোর পাশাপাশি এমন এক কাণ্ড ঘটিয়েছেন অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া, যা দেখে মিম না বানিয়ে থাকতে পারেননি নেটিজেনরা। কী এমন করলেন যে সোশ্যাল মিডিয়ায় মসকরার পাত্র হলেন হার্দিক, তা এক নজরে দেখে নেওয়া যাক।

হিট উইকেট পান্ডিয়া

হিট উইকেট পান্ডিয়া

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করে কেকেআরের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ১৯৫ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। দলের অন্যতম সদস্য তথা অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া ম্যাচে করতে নেমে দুটি চার ও একটি ছক্কা হাঁকালেও, আন্দ্রে রাসেলের বলে হিট উইকেট হয়ে সাজঘরে ফিরে যান। আইপিএলের ইতিহাসে এমন ঘটনা বিরল।

ব্যাট চালিয়েও ট্রোলড

ব্যাট চালিয়েও ট্রোলড

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ১৩ বলে ১৮ রান করেছেন হার্দিক পান্ডিয়া। ২টি চার ও একটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। তা সত্ত্বেও একটি ভুলেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন ভারতীয় অল-রাউন্ডার।

আত্মনির্ভর পান্ডিয়া

এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় হার্দিক পান্ডিয়ার হিট উইকেটের ছবি পোস্ট করেছেন। ওপরে লিখেছেন, এই ঘটনা দেখে 'আত্মনির্ভর' হওয়ার মানে বুঝেছেন তিনি।

গালতি সে মিসটেক

হার্দিক পান্ডিয়ার এমন অদ্ভুত আউট দেখে রনবীর কাপুরের জনপ্রিয় হিন্দি সিনেমা জাগ্গা জাসুসের কথা মনে পড়ে গিয়েছে এক নেটিজেনের। পান্ডিয়ার হিট উইকেটের পর ওই সিনেমার 'গালতি সে মিসটেক' গানের কথা মনে পড়েছে ওই নেটিজেনের।

English summary
IPL 2020 : Hardik Pandya trolled in social media after the hit wicket against KKR
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X