এই কারণে চেন্নাই সুপার কিংসের সঙ্গে দুবাই উড়ে যেতে পারছেন না হরভজন
করোনা বাধা কাটিয়ে সেপ্টেম্বরে আরব আমিরশাহীতে শুরু আইপিএল। ১৯ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হচ্ছে। তার আগে শুক্রবার ২১ অগাস্ট প্রথম দল হিসেবে দুবাই উড়ে যাচ্ছেন ধোনিরা। এই দলে ভারতীয়দের মধ্য়ে হরভজন সিং অবশ্য উড়ে যেতে পারছেন না।

কেন নেই হরভজন সিং
ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, ভাজ্জি টিম কর্তৃপক্ষকে জানিয়েছেন, তাঁর মায়ের শরীর আকস্মিৎভাবে খারাপ হওয়ার কারণে এই মুহূর্তে তিনি দেশ ছাড়তে পারছেন না।

আমিরশাহীতে কবে দলের সঙ্গে যোগ দেবেন হরভজন
দু'সপ্তাহের মধ্যেই হরভজন আমিরশাহীতে চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গিয়েছে। সেখানে করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর ভাজ্জি দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

দলে যোগ দিচ্ছেন রবীন্দ্র জাদেজা
অন্যদিকে বৃহস্পতিবার চেন্নাইয়ে রবীন্দ্র জাদেজা দলের সঙ্গে যোগ দিতে চলেছেন বলে জানা গিয়েছে। ব্যক্তিগত কারণে ১৫ আগস্ট থেকে শুরু হওয়া চেন্নাইয়ের ট্রেনিংয়ে জাদেজা যোগ দিতে পারেননি। বৃহস্পতিবার চেন্নাই পৌঁছছেন জাদেজা। অন্যদিকে শার্দুল ঠাকুর ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। বুধবার চেন্নাই পৌঁছন শার্দুল।

বৃহস্পতিবার দেশের মাটিতে চেন্নাইয়ের শেষ প্রস্তুতি
প্রসঙ্গত বৃহস্পতিবার চেন্নাইয়ে সিএসকে দলের প্রস্তুতি শেষ হচ্ছে। দেশের মাটিতে আজই সেক্ষেত্রে সিএসকে দলের শেষ প্রস্ততি। আইপিএল খেলতে আমিরশাহী উড়ে যাওয়ায় আগে চেন্নাইয়ের প্রস্তুতি নিয়ে খুশি হয়েছেন ধোনি।
লিয়কে উড়িয়ে ফাইনালে বায়ার্ন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে স্বপ্নের ম্যাচে পিএসজির মুখোমুখি মুলাররা