কেকেআর শিবিরে জন্মদিন, সুদূর ক্যারিবয়ান থেকে শুভেচ্ছা পাঠালেন নাইট তারকার স্ত্রী
হ্যাপি বার্থ ডে রিঙ্কু সিং। কেকেআরের তরুণ তুর্কি আজ ২৩ বছরে পা দিলেন। সোমবার শারজায় আরসিবির বিরুদ্ধে ৮২ রানের হারের পর নাইটদের আকাশে কালে মেঘ জমা হয়েছিল। রিঙ্কুর জন্মদিনের হাসিখুশি পরিবেশের মধ্যে দিয়ে সেই কালো মেঘ সরিয়েই নতুন ছন্দে ফিরে আসার জন্য আজ চনমনে কেকেআর। রিঙ্কুর জন্মদিনে দলের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা তো রয়েছেই সঙ্গে বাড়তি পাওনা দ্রে রাস ঘরণীর ইনস্টাগ্রাম স্টেটাস।

রিঙ্কুকে জন্মদিন উপলক্ষ্যে সুদূর ক্যারিবয়ান থেকে শুভেচ্ছা পাঠালেন নাইট তারকা আন্দ্রে রাসেলের স্ত্রী। রাসেল ঘরণী জেসিম লরা, আন্দ্রে রাসেলের সঙ্গে রিঙ্কুর খুনসুটি করার একটি ভিডিও পোস্ট করেছেন। ইনস্টাগ্রামের স্টেটাসে ভিডিও পোস্ট করে 'বেস্ট ফেন্ড' লিখেছেন লরা।

প্রসঙ্গত এবছর রিঙ্কু এখনও দলে সুযোগ পাননি। ২০১৭ সাল থেকে কেকেআরে রয়েছেন রিঙ্কু। শেষ ৩ বছরে রিঙ্কু কেকেআরের হয়ে ১০ ম্যাচ খেলেছেন। ১০ ম্যাচে সংগ্রহ ৬৬ রান। অন্যদিকে আইপিএল ২০২০-র মাঝ পথে ৭ ম্যাচ শেষে কেকেআর ৪টি জয় ও ৩টি হারের পর ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৪ নম্বরে রয়েছে। চলতি সপ্তাহের শুক্র ও রবিবার আবুধাবিতে যথাক্রমে মুম্বই ও সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ খেলবে কেকেআর।