আইপিএল ২০২০: ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারকে নিয়ে বাজি ধরে এবিডির সঙ্গে তুলনা গম্ভীরের
শেষ ১২ মরসুমে বহু ক্রিকেটারের ভাগ্য গড়ে দিয়েছে আইপিএল। ভারতীয় দল থেকে আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএলের মঞ্চে থেকে একের পর এক ক্রিকেটার স্টার হয়েছেন। টি-২০ ক্রিকেটের এই মঞ্চ থেকেই হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডারের উত্থান। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার অনেক আগে থেকে আইপিএল থেকে বাইশ গজে জমি শক্ত করেছেন জসপ্রীত বুমরাহ। ১৩ তম আইপিএলও বেশ কিছু ক্রিকেটারদের ভাগ্য গড়ে দিতে চলেছে। তাঁদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের এক ক্রিকেটারকে নিয়ে বাজি ধরলেন কেকেআরে হয়ে দুবার আইপিএল ট্রফি জেতা গৌতম গম্ভীর।

কাকে বাজি ধরলেন গম্ভীর
কিংস ইলেভেন পাঞ্জাব দলের বাঁ-হাতি উইকেটকিপার ব্যাটমস্যান নিকোলাস পুরানকে নিয়ে বাজি ধরলেন গম্ভীর। ক্রিকেট নিয়ে এক আলোচনায় গম্ভীর বলেছেন, 'পুরান এমন একজন ক্রিকেটার, যার পারফর্ম্যান্স দেখার জন্যে আমি মুখিয়ে রয়েছি।'

নতুন কোচকে নিয়েও আশাবাদী গম্ভীর
কেকেআরের প্রাক্তন অধিনায়ক গম্ভীর কিংস ইলেভেন পাঞ্জাবের নতুন কোচ অনিল কুম্বলেকে নিয়েও আশাবাদী। গম্ভীরের মতে অনিল কুম্বলের কোচিংয়ে পুরান নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন।

এবিডের সঙ্গে তুলনা
গম্ভীর আরও জানিয়েছেন, তাঁর মতে পুরান এ বি ডিভিলিয়ার্সে মতো ৩৬০ ডিগ্রিতে স্টোক খেলতে সক্ষম। এবছর নিজের ব্যাটিং প্রতিভায় পুরান ক্রিকেটদুনিয়াতে মুগ্ধ করবে বলে গম্ভীর আশা রাখছেন।

গত আইপিএলে নজর কাড়তে পেরেছেন পুরান
প্রসঙ্গত ২০১৯ আইপিএলে বাঁ-হাতি এই ক্রিকেটার ঝড়ো ব্যাটিংয়ের মাধ্যমে প্রশাংসা কুড়িয়েছেন। প্রীতি জিন্টার দলের হয়ে ৭ ম্যাচে সুযোগ পেয়ে নিকোলাস পুরান ১৬৮ রান হাঁকান। ফলে এবছর দলের নিয়মিত সুযোগের দাবি রাখছেন পুরান।
জয়ের হারে কেকেআরের সবচেয়ে সফল অধিনায়ক কে, তালিকার কততম স্থানে সৌরভ?