আইপিএলের ইতিহাসে কেকেআরের সবচেয়ে বড় ভুল কী, নাইটদের ক্ষতি নিয়ে মুখ খুললেন গম্ভীর
আইপিএল ২০২০ অভিযান শেষে নাইটদের বড় ক্ষতি নিয়ে মুখ খুললেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। দেশের জার্সিতে দুটি বিশ্বকাপ জেতার পাশাপাশি আইপিএলে নাইট রাইডার্সের হয়ে অধিনায়কত্ব করে দুবার খেতাব জিতেছেন গম্ভীর। প্রাক্তন অধিনায়ক এবার মরসুম শেষে কেকেআরের ভুল-ক্রুটি শুধরে দিলেন।

ভারতীয় ক্রিকেটারকে দল থেকে ছেড়ে দিয়ে ভুল করেছে নাইট রাইডার্স
গম্ভীরের মতে ভারতীয় প্রতিভাবান ক্রিকেটার সূর্য কুমার যাদবকে ছেড়ে ভুল করেছে কেকেআর। কলকাতার ধারাবাহিক ব্যর্থতার পর্যালোচনা করতে গিয়ে প্রাক্তন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর বলেন সূর্যকে ছাড়া কেকেআরের সবচেয়ে বড় ভুল।

কবে সূর্যকে ছেড়ে দেয় কেকেআর
২০১৮ সালে সূর্যকুমার যাদবকে ছেড়ে দিয়েছিল কেকেআর। যারপর মুম্বইয়ে গিয়ে দলকে দুবার চ্যাম্পিয়ন (২০১৯ ও ২০২০) করায় সূর্যকুমারের বড় ভূমিকা ছিল। শেষ তিন আইপিএলেই প্রয়োজনের সময় মুম্বইকে ভরসা দিয়েছেন সূর্য।

সূর্যকুমারকে নিয়ে কী বললেন গম্ভীর
সূর্যকুমার প্রসঙ্গে প্রাক্তন নাইট অধিনায়ক গম্ভীর বলেন, 'সূর্যকুমার যাদবকে মুম্বই ইন্ডিয়ান্স খুব সহজে পায়নি। ওকে ছেড়ে দেওয়াটাই সম্ভবত আইপিএলের ১৩ বছরের ইতিহাসে কেকেআরের সবথেকে বড় ভুল। সূর্যকুমার তরুণ বয়সে কেকেআরে যোগ দেয় এবং চার বছর দলে থাকে। তখন দলের যে ব্যাটিং লাইনআপ ছিল, তার জন্যই ওর নিজেকে যথাযথ মেলে ধরা সম্ভব হয়নি। সূর্যকমার নিঃস্বার্থ ক্রিকেটার। কেকেআরের থাকাকালীন মনীশ পান্ডে তিনে ব্যাটিং করতেন, সেকারণে সূর্যকুমারকে ছয় নম্বরে আসতে হত। ফলে নাইটদের হয়ে ব্যাটিংয়ে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি সূর্যকুমার। ওকে ছেড়ে দেওয়া কেকেআরের বড় ক্ষতি।'

শেষ তিন মরসুমে মুম্বইয়ের হয়ে সূর্য-র রান
আইপিএল ২০২০তে ১৬ ম্যাচ খেলে সূর্যকুমার ৪৮০ রান হাঁকিয়েছেন। ২০১৯ আইপিএলে ১৬ ম্যাচ খেলে সূর্য ৪২৪ রান হাঁকান। ২০১৮ আইপিএলে ১৪ ম্যাচে সূর্য ৫১২ রান হাঁকিয়েছিলেন।
ভারত বনাম অস্ট্রেলিয়া: ধোনির উদাহরণ টেনে কেন কোহলিকে 'বিরাট' খোঁচা নেটিজেনদের
