For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: বিরাট থেকে গেইল, মালিঙ্গা থেকে গম্ভীর, একনজরে আইপিএলের ইতিহাসের সেরা রেকর্ড

আইপিএল ২০২০: বিরাট থেকে গেইল, মালিঙ্গা থেকে গম্ভীর, একনজরে আইপিএলের ইতিহাসের সেরা রেকর্ড

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০ তে বল গড়ানোর আর কিছু মুহূর্তের অপেক্ষা। ভারতীয় সময় সন্ধ্য ৭. ৩০ মিনিটে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে ১৩তম আইপিএলের ঢাকে কাঠি। আইপিএলের ক্লাসিকো ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। একনজরে এবছর আইপিএলের যে পাঁচ রেকর্ড ভাঙা কঠিন, সেই পরিসংখ্যানে চোখ বুলিয়ে নেওয়া যাক।

লাসিথ মালিঙ্গার রেকর্ড

লাসিথ মালিঙ্গার রেকর্ড

আইপিএলের ইতিহাসের সবচেয়ে বেশি উইকেট শিকারি লাসিথ মালিঙ্গা। এবছর মালিঙ্গার বাবা অসুস্থ। যেকারণে ১৩ তম আইপিএল থেকে মালিঙ্গা নাম প্রত্যাবর্তন করে নিয়েছেন। ফলে তাঁকে এবার মিস করবে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাসে ১২২ ম্যাচ খেলে মালিঙ্গা ১৭০টি উইকেট নিয়েছেন। মালিঙ্গার পর দ্বিতীয় স্থানে রয়েছে অমিত মিশ্র। ১৪৭ ম্যাচ খেলে মিশ্র ১৫৭ উইকেট পেয়েছেন। এবছর দিল্লি ক্যাপিটালস দলের হয়ে লেগ স্পিনার ১৪টি উইকেট নিতে পারলেই মালিঙ্গাকে টপকে যাবেন অমিত।

বিরাট কোহলির রেকর্ড

বিরাট কোহলির রেকর্ড

আইপিএলে সবচেয়ে বেশি রানের মালিক বিরাট কোহলি। ১৭৭ ম্যাচ খেলে কোহলি ৫৪১২ রান হাঁকিয়েছেন। বিরাটের সর্বোচ্চ সংগ্রহ ১১৩ রান। আইপিএলের ইতিহাসের ৫টি সেঞ্চুরি ও ৩৬টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। বিরাটের পর দ্বিতীয় স্থানে সুরেশ রায়না। ১৯৩ ম্যাচ খেলে রায়নার সংগ্রহ ৫৩৬৮ রান। এবছর আইপিএলে নেই রায়না। ১৮৮ ম্যাচ খেলে ৪৮৯৮ রান হাঁকিয়ে তালিকায় তিন নম্বরে রোহিত শর্মা। ফলে বিরাটের রেকর্ড অক্ষত থাকতে চলেছে বলা যায়।

গৌতম গম্ভীরের রেকর্ড

গৌতম গম্ভীরের রেকর্ড

আইপিএলের ইতিহাসের গৌতম গম্ভীর প্রথম অধিনায়ক যিনি, কোনও দলকে টানা ১০ ম্যাচে জয় এনে দিয়েছেন। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স তাঁর অধিনায়কত্বে টানা ১০ ম্যাচ জিতে দ্বিতীয়বারের জন্য আইপিএল ট্রফি ঘরে তুলেছিল।

ক্রিস গেইলের রেকর্ড

ক্রিস গেইলের রেকর্ড

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ক্রিস গেইলের দখলে। কেকেআর, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছেন গেইল। ১২৫ ম্যাচ খেলে গেইল ৩২৬টি ছক্কা হাঁকিয়েছেন। ২১২টি ছক্কা হাঁকিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে এ বি ডিভিলিয়ার্স।

English summary
IPl 2020: From Virat Kohli to Chris Gayle, Lasith Malinga to Gautam Gambhir, record-holders in Ipl history
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X