For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০ ফাইনাল: বোল্টের ঝটকা বনাম শ্রেয়স-পন্থের লড়াই, ম্যাচ জিততে কত রান টার্গেট মুম্বইয়ের

আইপিএল ২০২০ ফাইনাল: বোল্টের ঝটকা বনাম শ্রেয়স-পন্থের লড়াই, ম্যাচ জিততে কত রান টার্গেট মুম্বইয়ের

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০ ফাইনালে জমজমাট লড়াই। ট্রেন্ট বোল্টের আগুনে বোলিংয়ে ভর করে দিল্লিকে ১৫৬ রানে বেঁধে রাখল মুম্বই ইন্ডিয়ান্স। পাওয়ার প্লেতে প্রথম বলেই মার্কাস স্টোইনিসকে ০ রানে সাজঘরে ফিরিয়ে জোর ধাক্কা দেন বোল্ট। এরপর স্পেলের দ্বিতীয় ওভারে অজিঙ্ক রাহানে ও ডেথ ওভারে হেটমায়ের উইকেট নিয়েছেন। ৩০ রান খরচে ফাইনালে ৩ উইকেট নিয়ে দিল্লিকে জোর ঝটকা বোল্টের। যার সুবাদে ক্যাপিটালসকে ১৫৬ রানে বেঁধে রাখল মুম্বই। ম্যাচ জিততে রোহিত শর্মার দলের সামনে টার্গেট ১৫৭ রান।

আইপিএল ২০২০ ফাইনাল: বোল্টের ঝটকা বনাম শ্রেয়স-পন্থের লড়াই, ম্যাচ জিততে কত রান টার্গেট মুম্বইয়ের

বোল্ট-কুল্টারনাইল জুটির সামনে এদিন ধরাশায়ী দিল্লি। মুম্বইয়ের দুই পেসার জুটিতে পাঁচটি উইকেট নিয়েছেন। তবে টপ অর্ডারে ব্যাটিং ধস নামলেও শ্রেয়স আইয়ার ৫০ বলে ৬৫ রানে অপরাজিত থেকে অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে ১৫৬ রানের স্কোরে পৌঁছে দেন। ৬টি চারও ২টি ছক্কা হাঁকিয়েছেন শ্রেয়স।

অধিনায়ক শ্রেয়সকে এদিন যোগ্য সংগত দিলেন ঋষভ পন্থ। ৩৮ বলে পন্থ ৫৬ রান হাঁকিয়েছেন। ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান পন্থ। ফাইনালে দামি ইনিংস খেলে দলকে ভরসা দেন বাঁ-হাতি। চতুর্থ উইকেটে শ্রেয়স-পন্থের ৯৬ রানের পার্টনারশিপই দিল্লিকে ম্যাচে ফেরায়। নির্ধারিত ২০ ওভারে দিল্লি ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে মাঠ ছাড়ে। গত ম্যাচে ৭৮ রান করা শিখর ধাওয়ান এদিন ১৫ রান করে আউট হন।

অন্যদিকে ফাইনালে ৪ ওভারে ২৮ রান খরচ করে নিয়ন্ত্রিত বোলিং করলেও উইকেট পেলেন না জসপ্রীত বুমরাহ। ফলে আইপিএল ২০২০তে ১৫ ম্যাচ খেলে বুমরাহ ২৭ উইকেট নিয়ে অভিযান শেষ করলেন।

English summary
IPl 2020 Final: Mumbai Indian restricted Delhi Capitals by 156 runs, MI need runs 157 to win
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X