For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টাটা, পতঞ্জলিকে পিছনে ফেলে বাজিমাত, আইপিএলের টাইটেল স্পনসর এই সংস্থা

টাটা, পতঞ্জলিকে পিছনে ফেলে বাজিমাত, আইপিএলের টাইটেল স্পনসর এই সংস্থা

  • |
Google Oneindia Bengali News

ভিভোর সঙ্গে সম্পর্ক ছেদের পর কে হবে আইপিএলের নতুন টাইটেল স্পনসর? সেই নিয়ে জল্পনা চলছিলই। মঙ্গলবার ১৮ অগাস্ট বিসিসিআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মেগা লিগের মূল স্পনসরের নাম ঘোষণা করার কথা। দুপুরে সেই নাম জানিয়ে দিল বোর্ড। আরব আমিরশাহীতে এবছর আইপিএলের টাইটেল স্পনসর হচ্ছে এক ফ্যান্টাসি ক্রিকেট লিগ সংস্থা। বিসিসিআই জানিয়েছে, ফ্যান্টাসি ক্রিকেট লিগের জনপ্রিয় অ্যাপ ড্রিম ইলেভেন আইপিএলের মূল স্পনসর হচ্ছে।

আইপিএলের স্পনসর হওয়ার দৌড়ে কারা ছিল

আইপিএলের স্পনসর হওয়ার দৌড়ে কারা ছিল

আইপিএলের মূল স্পনসর হওয়ার দৌড়ে এবছর সবচেয়ে এগিয়ে ছিল টাটা গোষ্ঠী। রিলায়েন্স জিও বা আদানি গোষ্ঠী বা পতঞ্জলির মতো একাধিক দেশীয় সংস্থা লড়াইয়ে থাকলেও সুনামের দিক থেকে টাটা গোষ্ঠীই সবার চেয়ে এগিয়ে থাকায় তারাই এবার আইপিএল স্পনসর হতে চলেছে বলে ধরা হচ্ছিল।

পতঞ্জলির নামও ছিল উপরের সারিতে

পতঞ্জলির নামও ছিল উপরের সারিতে

বাবা রামদেবের পতঞ্জলি ব্র্যান্ডটিও আইপিএলের মূল স্পনসর হতে বিশেষ আগ্রহ দেখায়। টাটা গোষ্ঠীর পরই স্বদেশি সংস্থা রামদেবের পতঞ্জলি দৌড়ে দ্বিতীয় স্থানে ছিল। কিন্তু সব হিসেব উল্টে দিয়ে ড্রিম ইলেভেন আমিরশাহী আইপিএলের স্পনসর হয়েছে।

কত কোটির চুক্তি

কত কোটির চুক্তি

বিসিসিআইয়ের পক্ষ থেকে আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, কোটি টাকার ক্রিকেট লিগের টাইটেল স্পনসর হতে ড্রিম ইলেভেন ২২২ কোটি টাকা দিতে চলেছে। লড়াইয়ে টাটা, পতঞ্জলী, বাইজুং, আনঅ্যাকাডেমিকে অনেক টাকা দিলেও টাইটেল স্পনসর ড্রিম ইলেভেন সবাইকে পিছনে ফেলে দেয়।

কবে শুরু আইপিএল

কবে শুরু আইপিএল

প্রসঙ্গত করোনা বাধা সামলে আমিরশাহীর মাঠে এবার আইপিএলের আসর বসতে চলেছে। ১৯ সেপ্টম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্ট চলবে। ২৯ মার্চ লিগ শুরুর কথা থাকলেও করোনা ধাক্কায় টুর্নামেন্ট পিছিয়ে যায়। শেষ পর্যন্ত বিদেশের মাঠে এবারের লিগ হতে চলেছে।

English summary
IPL 2020: Fantasy cricket league platform Dream11 named Wins title sponsors for tournament
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X