For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুখবর! করোনাকে হারিয়ে আইপিএলে যোগ দিচ্ছেন এই কোচ

সুখবর! করোনাকে হারিয়ে আইপিএলে যোগ দিচ্ছেন এই কোচ

  • |
Google Oneindia Bengali News

দরজায় কড়া নাড়ছে আইপিএল। অপেক্ষা আর মাত্র ২০ দিনের। মিলিয়ন ডলার ক্রিকেট লিগের ঢাকে কাঠি পড়ার অপেক্ষায় প্রহর গুনছে ক্রিকেটভক্তরা। তার আগে দুই শিবিরে করোনা নিয়ে দুরকম পরিস্থিতি।

সুখবর! করোনাকে হারিয়ে আইপিএলে যোগ দিচ্ছেন এই কোচ

একদিকে চেন্নাই শিবিরে ১৪ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। যেখানে দুই ক্রিকেটার ও ১২ জন সাপোর্ট স্টাফ কোভিডে আক্রান্ত। যেকারণে ভারতীয় খেলার দুনিয়ায় আজ দিনভর আলোচনার কেন্দ্রে ধোনির চেন্নাই সুপার কিংস।

সুখবর! করোনাকে হারিয়ে আইপিএলে যোগ দিচ্ছেন এই কোচ

অতিমারি করোনায় ভারতে আক্রান্তের সংখ্যা যখন প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে তখন ঝুঁকি নিয়ে চেন্নাইয়ে প্রাক মরসুম অনুশীলনের সিদ্ধান্ত কি বুমরাং হয়ে ফিরল! সেই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

সুখবর! করোনাকে হারিয়ে আইপিএলে যোগ দিচ্ছেন এই কোচ

এর মাঝেই রাজস্থান রয়্যালস শিবিরে ঠিক উল্টো ছবি। করোনার বিরুদ্ধে যুদ্ধে জিতে দলের সঙ্গে যোগ দিতে চলেছেন রাজস্থান রয়্যালস কোচ।

সাম্প্রতিক করোনা পরীক্ষায় রাজস্থান রয়্যালস দলের ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগ্নিকের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। মরুশহরে আইপিএল করার লিখিত অনুমতি পাওয়ার পর ফ্র্যাঞ্চাইজিগুলির আমিরশাহি উড়ে যাওয়ার প্রস্তুতির সময় রাজস্থান রয়্যালসের ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগ্নিক করোনা আক্রান্ত হয়েছিলেন। ১২ অগাস্ট তাঁর শরীর কোভিড ১৯ ভাইরাসের উপস্থিতি রয়েছে বলে জানা যায়।

সুখবর! করোনাকে হারিয়ে আইপিএলে যোগ দিচ্ছেন এই কোচ

দুবাই উড়ে যাওয়ার জন্যে প্লেয়ার, সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষায় দিশান্তের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছিল। রাজস্থান রয়্যালসের পাশাপাশি দিশান্ত নিজেও টুইট করে সে কথা জানিয়েছিলেন।

সুখবর! করোনাকে হারিয়ে আইপিএলে যোগ দিচ্ছেন এই কোচ

এবার কোভিড থেকে সুস্থ হওয়ায় দলের সঙ্গে যোগ দিতে দুবাই উড়ে যাবেন দিশান্ত। পৌঁছনোর পর দুবাইয়ে ফের তাঁর কোভিড পরীক্ষা হবে। এরপর হোটেলে আইসোলেশনে থাকার সময় আরও তিনবার পরীক্ষা হবে। সেই তিন পরীক্ষা নেগেটিভ আসার পরই তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

English summary
IPl 2020: Dishant Yagnik, Rajasthan Royals fielding coach tests negative, set to join in UAE
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X