আইপিএল ২০২০ : ব্যাটিংয়ের জন্য অধিনায়কত্ব ছেড়েও শান্ত কার্তিক! ব্যর্থতার ভার কত?
ব্যাটিংয়ের জন্য অধিনায়কত্ব ছেড়েছেন। তাও রান করে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) সন্তুষ্ট করতে পারলেন না দীনেশ কার্তিক। অনভিজ্ঞ রাহুল চাহারের বললে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক। ক্রিকেট প্রেমীদের প্রশ্ন, দলের স্বার্থে এবার কোন সিদ্ধান্ত নেবেন দীনেশ কার্তিক। এই পারফরম্যান্স থাকলে দলেও অপরিহার্য থাকবেন তো ডিকে, প্রশ্ন ক্রিকেট বিশেষজ্ঞদেরও।

চলতি আইপিএলে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে কেকেআর। চারটি ম্যাচে জয় হাসিল করেছে দীনেশ কার্তিক ব্রিগেড। যদিও অধিকাংশ সাফল্যই ভাগ্যক্রমে হাসিল করেছে নাইট রাইডার্স। ম্যাচ জিতলেও অধিনায়ক দীনেশ কার্তিকের বেশকিছু সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ক্রিকেট ফ্যান থেকে প্রাক্তনীরা। অন্যদিকে ব্যাট হাতেও টুর্নামেন্টে সেভাবে জ্বলে উঠতে পারছিলেন না ডিকে। ফলে এই পরিবর্তন যে অবশ্যম্ভাবী ছিল, তা বোঝাই যাচ্ছিল।
অবশেষে জল্পনার অবসান ঘটে শুক্রবার। কেকেআরের তরফে এক বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়, দলের অধিনায়কত্ব নিজেই ছেড়ে দিয়েছেন দীনেশ কার্তিক। পরিবর্তে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যানকে কেকেআরের নেতা নির্বাচন করা হয়। ব্যাটিংয়ে সময় দিতে কার্তিক অধিনায়কত্ব ছেড়েছেন বলে কেকেআরের তরফে জানানো হয়ে। সেই নিরিখে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রাক্তন কেকেআর অধিনায়কের কাছ থেকে ধামাকাদার ব্যাটিং দেখতে মুখিয়ে ছিলেন ক্রিকেট প্রেমীরা।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চার নম্বরে ব্যাট করতে নামেন কেকেআরের দীনেশ কার্তিক। একটি চার মেরে শুরুটা ভালই করেন প্রাক্তন কেকেআর অধিনায়ক। রানের গতি বাড়াতে গিয়ে মুশকিলে পড়েন উইকেটরক্ষক ব্যাটসম্যান। প্যাডেল সুইপ করতে গিয়ে প্লে-ডাউন হয়ে সাজঘরে ফিরে যান কার্তিক। ৮ বলে ৪ রান করেন প্রাক্তন কেকেআর অধিনায়ক।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত আট ম্যাচ খেলে ১১২ রান করেছেন দীনেশ কার্তিক। টুর্নামেন্টে এখনও পর্যন্ত তাঁর সর্বোচ্চ স্কোর ৫৮। এভাবে খেললে দীনেশ কার্তিক যে কোনও সময় দল থেকেও বাদ পড়তে পারেন বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।