আঙুলের চোটে আইপিএল ২০২০ থেকে ছিটকে যাওয়া অমিত মিশ্রের পরিবর্ত ঘোষণা দিল্লির
চোটে জেরবার দিল্লি ক্যাপিটালস। আইপিএল ২০২০তে আঙুলের চোটে চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্র। কেকেআরের বিরুদ্ধে ম্যাচে নীতীশ রানার ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান অমিত। সেই চোট গুরুতর হওয়ায় আইপিএল ১৩তে আর মাঠে ফিরতে পারেননি ভারতীয় লেগ স্পিনার। শেষ পর্যন্ত ১৩ তম আইপিএলের বাকি মরসুমের জন্য তাঁর পরিবর্ত ক্রিকেটার বেছে নিল দিল্লি ফ্র্যাঞ্চাইজি।

অভিজ্ঞ স্পিনারের পরিবর্ত হিসেবে ২৭ বছর বয়সী প্রবীণ দুবেকে দলে নিয়েছে ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজির তরফে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নতুন ক্রিকেটার দলে নেওয়ার কথা জানানো হয়েছে। দিল্লি শিবির এপ্রসঙ্গে জানায়, 'চোটের জন্য অমিত মিশ্র টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর লেগ স্পিনার প্রবীণ দুবেকে বাকি মরশুমের জন্য দলে নেওয়া হল।'

২৭ বছরের প্রবীণ দুবে কর্ণাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলছেন। ৮টি লিস্ট এ ম্যাচ খেলার পাশাপাশি প্রথম শ্রেণীর ১টি ম্যাচ খেলেছেন দুবে। ১৪টি টি-২০ ম্যাচে দুবের ১৬টি উইকেট রয়েছে। দিল্লি দলে এবছর আরও এক ক্রিকেটার চোটের কবলে পরে আইপিএল ২০২০ থেকে ছিটকে গিয়েছেন। বুকের পাঁজরের চোটের জন্য ইশান্ত শর্মা আইপিএল থেকে ছিটকে যান। অমিত মিশ্রের পরিবর্ত ঘোষণা করলেও এখনও ইশান্তের কোনও পরিবর্ত ঘোষণা করেনি দিল্লি। ৯ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস দল আইপিএল ২০২০তে এই মুহূর্তে শীর্ষস্থানে রয়েছে।
আইপিএল ২০২০ : সিএসকে বনাম রাজস্থান, মোকাবিলা কোন কোন ক্রিকেটারের মধ্যে?