For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেকেআরে স্বস্তির খবর! হুডার ঝোড়ো ব্যাটিংয়েও দুরন্ত বোলিংয়ে পাঞ্জাবকে কত রানে বেঁধে রাখল সিএসকে

কেকেআরে স্বস্তির খবর! হুডার ঝোড়ো ব্যাটিংয়েও দুরন্ত বোলিংয়ে পাঞ্জাবকে কত রানে বেঁধে রাখল সিএসকে

  • |
Google Oneindia Bengali News

প্লে অফে উঠতে ২ পয়েন্টে খোঁজে আজ আবুধাবিতে চেন্নাইয়ের বিরুদ্ধে মুখোমুখি কিংস ইলেভেন পাঞ্জাব। শেষ ম্যাচে চেন্নাইকে হারালে চার নম্বর দল হিসেবে প্লে অফে লড়াইয়ে থাকবে রাহুল অ্যান্ড কোম্পানি। মরণ বাঁচন ম্যাচে এই সমীকরণ নিয়ে মাঠে নেমে এদিন টস হেরে প্রথম ব্যাটিংয়ে আমন্ত্রণ পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫৩ রান তুলল কিংস ইলেভেন। ফলে আইপিএল ২০২০তে শেষ ম্যাচ জিততে চেন্নাইয়ের প্রয়োজন ১৫৪ রান।

চেন্নাই জিতলে সুবিধে কেকেআরের

চেন্নাই জিতলে সুবিধে কেকেআরের

চেন্নাই এই ম্যাচ জিতলে সুবিধ কলকাতা নাইট রাইডার্সের। রান তাড়া করতে পাঞ্জাবের বিরুদ্ধে ধোনির দল জয় ছিনিয়ে নিতে পারলে ১২ পয়েন্ট আটকে থাকবে পাঞ্জাব। সেক্ষেত্রে শেষ ম্যাচে রাজস্থানকে বড় ব্যবধানে হারাতে পারলে পয়েন্ট টেবিলে প্লে অফের লড়াইয়ে সুবিধেজনক জায়গায় পৌঁছে যাবে কলকাতা। কেকেআর নিজেদের ম্যাচ জিতলে এবং সানরাইজার্স তাঁদের শেষ ম্যাচ হারলে চতুর্থ দল হিসেবে প্লে অফ খেলবে মর্গ্যান অ্যান্ড কোম্পানি।

রাহুল, গেইলদের আটকে দিল চেন্নাই বোলিং

রাহুল, গেইলদের আটকে দিল চেন্নাই বোলিং

ম্যাচে এদিন বল হাতে নজর কাড়ল চেন্নাই। মায়াঙ্ক-রাহুলের ওপেনিং বোলিং এদিন স্কোরবোর্ডে বেশি রান তুলতে পারেনি। এনগিদির বোলিংয়ে মায়াঙ্ক ২৬ রান করে আউট হন। ফলে পাওয়ার প্লেতে ৫.২ ওভারে ৪৮ রানে পাঞ্জাবের ওপেনিং জুটি ভেঙে যায়। পরে রাহুল ২৯ রানে আউট হন। গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ৯৯ রান হাঁকানো গেইল এদিন ইমরান তাহিরের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন।

হুডার দুরন্ত ব্যাটিং

হুডার দুরন্ত ব্যাটিং

বাকিদের মধ্যে নিকোলাস পুরান ২, মনদীপ সিং ১৪, নিশাম ২ রান করে আউট হন। যদিও সাত নম্বরে নেমে দীপক হুডার দুরন্ত ব্যাটিংয়ে সম্মানজক রান পাঞ্জাবের। ২৬ বলে হুডা ৫০ রান হাঁকান। আইপিএলে এটি হুডার দ্বিতীয় হাফ সেঞ্চুরি। ২টি চার ও ৩টি ছক্কা অর্ধশতরানের গণ্ডি ছোঁন হুডা। শেষ পর্যন্ত হুডা ৩০ বলে ৬২ রান হাঁকিয়ে দলকে ১৫৩ রানে পৌঁছে দেন।

বল হাতে চেন্নাই

বল হাতে চেন্নাই

পাঞ্জাবের বিরুদ্ধে বল হাতে চেন্নাইয়ের হয়ে লুঙ্গি এনগিদি এদিন সবচেয়ে সফল। ম্যাচে এদিন লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল ও জিমি নিশামের উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকান এনগিদি। বাকিদের মধ্য়ে শার্দুল ঠাকুর, ইমরান তাহির ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট পেয়েছেন।

English summary
Ipl 2020: Deepak Hooda Hit 62 runs, CSK restricted KXIP to 153 runs, Dhoni's team need 154 to win
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X