For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০ : অধিনায়ক হিসেবে ৫০তম ম্যাচে অর্ধশতরান হাতছাড়া ওয়ার্নারের

আইপিএল ২০২০ : অধিনায়ক ওয়ার্নারের ৫০তম ম্যাচ, হায়দরাবাদের সফলতম

  • |
Google Oneindia Bengali News

অধিনায়ক হিসেবে আইপিএলের ৫০তম ম্যাচে অর্ধশতরান হাতছাড়া হল ডেভিড ওয়ার্নারের। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ৪৫ রানে আউট হলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। যদিও নিজের আউটের সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট হননি অস্ট্রেলিয় ওপেনার।

আইপিএল ২০২০ : অধিনায়ক হিসেবে ৫০তম ম্যাচে অর্ধশতরান হাতছাড়া ওয়ার্নারের

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয় সানরাইজার্স হায়দরাবাদের। অধিনায়ক তথা ওপেনার ডেভিড ওয়ার্নার ও উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর মধ্যে ৭৭ রানের পার্টনারশিপ হয়।

প্রথম থেকেই আক্রমণাত্মক রণনীতি নিয়ে ব্যাট করতে শুরু করেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনটি চার ও দুটি ছক্কা সহযোগে ৩২ বলে ৪৫ রান বানিয়ে ফেলেন অজি ওপেনার। ছন্দপতন ঘটে ঠিক সেখানেই। অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্রের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান ওয়ার্নার। দশম ওভারে প্রথম উইকেট হারায় সানরাইজার্স হায়দরাবাদ। অধিনায়ক হিসেবে আইপিএলের ৫০তম ম্যাচে অর্ধশতরান না পাওয়ার আপসোস তো থেকেই যাবে অজি ক্রিকেটারের।

আইপিএলে ১২৮টি ম্যাচ খেলেছেন ডেভিড ওয়ার্নার। ৪৭৪৮ রান এসেছে অজি ওপেনারের ব্যাট থেকে। আইপিএলে চারটি শতরান ও ৪৪ অর্ধশতরান রয়েছে ওয়ার্নারের। সানরাইজার্স হায়দরাবাদকে একবার আইপিএল চ্যাম্পিয়ন (২০১৬) করেছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তাঁর নেতৃত্বে আজকেরটা নিয়ে ৫০টি ম্যাচের ২৬টিতে জিতেছে হায়দরাবাদ। ওয়ার্নারের জয়ের হার প্রায় ৫৪ শতাংশ।

English summary
IPL 2020 : David Warner is playing his 50th match of the tournament as captain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X