For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: ১৯ বলে দুরন্ত হাফ সেঞ্চুরি, ৯ ছক্কায় ধোনির সব প্ল্যানিং ভেস্তে দিলেন সঞ্জু স্যামসন

আইপিএল ২০২০: ১৯ বলে দুরন্ত হাফ সেঞ্চুরি, ৯ ছক্কায় ধোনির সব প্ল্যানিং ব্যর্থ করলেন সঞ্জু স্যামসন

  • |
Google Oneindia Bengali News

৩২ বলে ৭৪! আইপিএল ২০২০তে রাজস্থানের জার্সিতে প্রথম ম্যাচেই বিধ্বংসী ব্যাটিং সঞ্জু স্যামসনের। এদিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি হাঁকান সঞ্জু।

আইপিএল ২০২০: ১৯ বলে দুরন্ত হাফ সেঞ্চুরি, ৯ ছক্কায় ধোনির সব প্ল্যানিং ব্যর্থ করলেন সঞ্জু স্যামসন

প্রতিভা থাকা সত্ত্বেও দেশের জার্সিতে সুযোগ পান না, সঞ্জুর প্রতিভাকে কদর করে না বিরাটরা। ভারতীয় ক্রিকেটে এমন অভিযোগ রয়েছে। এবার আইপিএল ২০২০-র প্রথম দিনে বিধ্বংসী ব্যাটিং করে ফের ভারতীয় দলে জায়গা পওয়ার জন্য দাবি তুলে দিলেন তরুণ ডানহাতি।

সামনেই টানা ২ বছরে দুটি টি-২০ বিশ্বকাপ। ২০২১ সালের পর ২০২২ সালেও টি-২০ বিশ্বকাপ রয়েছে। সোমবার পড়িক্কালের হাফ সেঞ্চুরির পর মঙ্গলবার সঞ্জুর বিস্ফোরক ৭৪ রানের ইনিংস! বিরাটের সামনে একাধিক তরুণ প্রতিভার বিকল্প খুলে যাচ্ছে বলা যায়।

ম্যাচে এদিন রাজস্থানের জার্সিতে অভিষেক করা যশশ্বী জয়সওয়াল ৬ রানে আউট হয়ে ফিরলে সঞ্জু তিন নম্বরে ব্যাট করতে আসেন। এরপর স্টিভ স্মিথের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০০ রানের পার্টনারশিপ গড়েন সঞ্জু। ১১/২ রানে ব্যাট করতে এসে দলকে ১৩২ রানে পৌঁছে দিয়ে আউট হন ডানহাতি। দ্বিতীয় উইকেটে সঞ্জু- স্মিথের সংগ্রহ ১২১ রান।

ম্যাচে এদিন ১টি চার ও ৯টি ছক্কা হাঁকিয়েছেন স্যামসন। রবীন্দ্র জাদেজাকে টানা দুটি ও পীয়ূষ চাওলাকে টানা ৩টি ছক্কা হাঁকিয়েছেন সঞ্জু। এমন বিধ্বংসী ব্যাটিংয়ে রাজস্থান রয়্যালসের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি হাঁকানোর তালিকায় সঞ্জু দ্বিতীয় স্থানে উঠে এলেন। এর আগে রাজস্থানের জস বাটলার ১৮ বলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সঞ্জু এদিন ১৯ বলে হাফ সেঞ্চুরি হাঁকালেন।

আইপিএল ২০২০: শারজায় সঞ্জু ঝড়, সঙ্গে স্মিথর দুরন্ত ব্যাটিং, ম্যাচ জিততে কঠিন টার্গেট সিএকসেরআইপিএল ২০২০: শারজায় সঞ্জু ঝড়, সঙ্গে স্মিথর দুরন্ত ব্যাটিং, ম্যাচ জিততে কঠিন টার্গেট সিএকসের

English summary
IPl 2020: CSK VS RR, Sanju Samson smashed 19-ball half-century, Scored 32 balls 74
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X