আইপিএল ২০২০: 'দুশোর ক্লাবে' বিরাট কোহলি, চেন্নাইয়ের টার্গেট কত
দুবাইয়ে বিরাটের হাফ সেঞ্চুরিতে চেন্নাইকে সম্মানজনক রানের টার্গেট ছুঁড়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এদিন ৩৬ বলে ৩৯ রান করে আউট এবি ডিভিলিয়ার্স। এবিডি আউট হওয়ার পর রানের গতি বাড়ানোর চেষ্টা করলেও অর্ধশতরান পূর্ণ করেই আউট বিরাট। ৪২ বলে বিরাট এদিন হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন।

চলতি আইপিএল ২০২০তে এটি বিরাটের তৃতীয় ও টুর্নামেন্টের কেরিয়ারে ৩৯ তম হাফ সেঞ্চুরি। কোহলি-এবিডি'র ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে আরসিবি ১৪৫ রানে ইনিংস শেষ করে। ম্যাচ জিততে চেন্নাই সুপার কিংসের টার্গেট ১৪৬ রান।
চেন্নাইয়ের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে আরসিবি এদিন ব্যাট হাতে বড় রান হাঁকাতে ব্যর্থ। আরিসিবির হয়ে এদিন ফের ওপেনিংয়ের হতাশ করলেন অ্যারন ফিঞ্চ। ১১ বলে ১৫ রান করে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক সাজধরে ফেরেন। পড়িক্কল ২২ রান হাঁকিয়ে ভালো শুরু করলেও ডুপ্লেসিস-ঋতুরাজের রিলে ক্যাচে বাউন্ডারির সামনে জমা পড়েন। এরপর বিরাট ও এবি ডিভিলিয়ার্সের মধ্যে ৮২ রানের পার্টনারশিপ স্কোরবোর্ড সচল রাখে। শেষ পর্যন্ত আরসিবি ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলতে সমর্থ হয়।
অন্যদিকে চেন্নাইয়ের ডেথ ওভার বোলিংয়ে এদিন নজর কাড়ল। শেষ ৩ ওভারে চেন্নাই ২০ রান খরচ করে। এখানেই ধরাশায়ী আরসিবি। ১৯ তম ওভারের প্রথম বলে এবি ডিভিলিয়ার্স বড় শট খেলতে গিয়ে স্যাম কারানের শিকার হয়ে আউট হন। ঐ ওভারের শেষ বলেই বিরাট হাফ সেঞ্চুর হাঁকানোর পর বাউন্ডারির সামনে ডুপ্লেসিসের হাতে বন্দি হয়ে সাজঘরে ফেরেন। বিরাটের হাফ সেঞ্চুরির ইনিংস এদিন ১টি চার ও ১টি ছক্কা দিয়ে সাজানো।
এই ছক্কার সুবাদে বিরাট আইপিএল কেরিয়ারে এদিন ২০০তম ছক্কা হাঁকালেন। বল হাতে চেন্নাইয়ের হয়ে এদিন স্যাম কারান ৩ওভারে ১৯ রান খরচে স্যাম কারান ৩টি উইকেট নিয়েছেন। দীপক চাহার ২টি ও মিচেল স্যান্টনার ১ টি উইকেট নেন।
কলকাতা থেকে জেলা - বাংলার দুর্গাপুজোর নানা মুহূর্তের ছবি দেখুন একনজরে