আইপিএল ২০২০: সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্সকে কী বলে শুভেচ্ছা জানালেন কেকেআর মালিক শাহরুখ খান
প্রতীক্ষার অবসান। চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দিয়ে আজ শুরু আইপিএল ২০২০। ১৩ তম আইপিএলে বল গড়ানোর আগে এদিনের উদ্বোধনী ম্যাচের দুই ফ্র্যাঞ্চাইজিকে শুভেচ্ছা জানালেন বাদশা শাহরুখ খান।

আইপিএল শুরু নিয়ে উদ্বেগে ছিলেন বাদশা
করোনাকালে আইপিএলের মতো জনপ্রিয় ক্রিকেট লিগে বল গড়ানোই নিয়ে একসময় সংশয় ছিল। ভারতে বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে বোর্ডের সঙ্গে আলোচনা করে শেষ পর্যন্ত লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল ৮ ফ্র্যাঞ্চাইজি। সেই কঠিন সময় পার করেই আজ ক্রিকেট ফ্যানেদের মুখে হাসি ফুটিয়ে আইপিএলে বল গড়াতে চলেছে। সেকারণেই ক্রিকেটপ্রেমী বাদশা শাহরুখ খানও আজ আইপিএল উন্মাদনায় কাঁপছেন।

কী লিখলেন শাহরুখ
সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান আইপিএল শুরু হওয়ার আজ স্বস্তি ফিরে পেলেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সকে আজদের উদ্বোধনী ডুয়েলের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। সঙ্গে বাদশা আরও লিখেছেন আইপিএলে ম্যাচ শুরুর অপেক্ষা আর সইছে না।

শাহরুখের দল কবে মাঠে নামছে
২৩ সেপ্টেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শাহরুখ খানের আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স অভিযান শুরু করবে।

ভারতীয় সময় আজ ম্যাচ কখন দেখবেন
৮টার পরিবর্তে ১৩ তম আইপিএলে সন্ধ্যের ম্যাচগুলি ৭.৩০ মিনিট থেকে দেখা যাবে। টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও অনলাইনে হটস্টার অ্যাপে আইপিএল ২০২০-র সমস্ত ম্যাচ দেখা যাবে।