For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলের আগে জোর ধাক্কা হরভজন সিংয়ের, ৪ কোটি টাকার প্রতারণার শিকার ভাজ্জি

আইপিএলের আগে জোর ধাক্কা হরভজন সিংয়ের, ৪ কোটি টাকার প্রতারণার শিকার ভাজ্জি

  • |
Google Oneindia Bengali News

আইপিএল থেকে দূরে থেকেও সংবাদ শিরোনামে হরভজন সিং। ব্য়ক্তিগত কারণে ২০২০ আমিরশাহী আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ভাজ্জি। কোটি টাকার ক্রিকেট লিগ শুরুর আগে ভাজ্জির আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়ে হৈচৈ শুরু হয়ে গিয়েছে। এবার কোটি টাকার প্রত্যারনায় শিকার হলেন ভারতের প্রাক্তন স্পিনার। চেন্নাইয়ের এক ব্যবসায়ীর নাম অভিযোগ দায়ের করেছেন ভাজ্জি।

ঠিক কী ঘটেছে?

ঠিক কী ঘটেছে?

সর্বভারতীয় ইংলিশ ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, ৪ কোটি টাকা প্রতারিত হয়েছেন হরভজন। সেই কারণে চেন্নাই সিটি পুলিশে ভাজ্জি অভিযোগও জানিয়েছেন।

ভাজ্জি কী জানিয়েছেন

ভাজ্জি কী জানিয়েছেন

হরভজন সিং জানিয়েছেন, জি মহেশ নামের এক ব্যবসায়ীর সঙ্গে বন্ধু মারফত তাঁর আলাপ হয়েছিল। ২০১৫ সালে সেই ব্যবসায়ীকেই হরভজন সিং চার কোটি টাকা ধার দেন। তারপর থেকে অভিযুক্ত ঐ ব্যবসায়ী ভাজ্জিকে এড়িয়ে চলছেন বলে ভারতীয় স্পিনার অভিযোগ জানিয়েছেন।

চেক বাউন্স, কপালে ভাঁজ ভাজ্জির

চেক বাউন্স, কপালে ভাঁজ ভাজ্জির

ভাজ্জি একাধিকবার সেই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করলেও শেষ পর্যন্ত মহেশ পাওনা টাকা ফেরত দিতে আগ্রহ দেখান। চেন্নাই দলের ক্রিকেটারকে ব্য়বসায়ী ২৫ লক্ষ টাকার একটি চেক দেন। পরে সেই চেক বাউন্স করে। অন্যদিকে মহেশ তাঁর সম্পত্তি রেখে ৪ কোটি টাকা লোন নিয়েছিলেন বলে স্বীকার করেছেন। পরে তিনি সেই লোন মিটিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন।

পুলিশি তদন্তে কী উঠে আসছে

পুলিশি তদন্তে কী উঠে আসছে

ভাজ্জির অভিযোগে এরপর পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যবসায়ী মহেশকে পুলিশ ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছ। জানা গিয়েছে এর মাঝেই অভিযুক্ত মাদ্রাজ হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন।যদিও আবেদনটি মঞ্জুর হয়নি।

আইপিএল ২০২০: কেকেআরকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী, ফাইনাল খেলবে এই দল, বাজি ব্রেট লি'রআইপিএল ২০২০: কেকেআরকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী, ফাইনাল খেলবে এই দল, বাজি ব্রেট লি'র

English summary
Ipl 2020: CSK spinner Harbhajan Singh duped of Rs 4 crore by Chennai businessman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X