For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে নেই সুরেশ রায়না, ঠিক কোন কারণে ভারতে ফিরে এলেন সিএসকে সহঅধিনায়ক

আইপিএলে নেই সুরেশ রায়না, ঠিক কোন কারণে ভারতে ফিরে এলেন সিএসকে সহঅধিনায়ক

  • |
Google Oneindia Bengali News

আইপিএলে নেই সুরেশ রায়না। এবছরের পুরো আইপিএল থেকেই নিজেকে সরিয়ে নিলেন রায়না। চেন্নাই সুপার কিংস সূত্রে এমনটাই জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, ইতিমধ্যে রায়না দুবাই থেকে ভারতে ফিরে এসেছেন।

সংকটে আইপিএল

সংকটে আইপিএল

শুরুর আগেই সংকটে আইপিএল। শুক্রবারই চেন্নাই সুপার কিংস দলে করোনা সংক্রমণের খবর পাওয়া যায়। দলের সূত্রে জানা গিয়েছে সুপার কিংসের ভারতীয় পেসার দীপক চাহার কোভিড -১৯ ভাইরাসে সংক্রমিত। এরপরই আইপিএলের সূচি ঘোষণা এখন স্থগিত রাখার সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড, এমনটাই খবর।

রায়নার দেশে ফিরে আসার সিদ্ধান্ত

রায়নার দেশে ফিরে আসার সিদ্ধান্ত

এরপরই শনিবার সকালে সুরেশ রায়নার দেশে ফিরে আসার খবর ক্রিকেট দুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত চেন্নাই দলে সুরেশ রায়না সহঅধিনায়ক। পুরো আইপিএলে তিনি দলের সঙ্গে থাকছেন না।

সিইও যা জানালেন

সিইও যা জানালেন

শনিবার টুইট করে চেন্নাই দলের সিইও জানিয়েছেন, রায়না ভারতে ফিরে এসেছেন। একেবারে ব্যক্তিগত কারণে তিনি এই সিদ্ধান্ত নেন। এবারের আইপিএল তাঁকে খেলতে দেখা যাবে না। এরপরই চেন্নাই দলের সিইও জানিয়েছেন, এসময় চেন্নাই দল রায়না ও তাঁর পরিবারের পাশে রয়েছে।

কেন ফিরে আসলেন, যা অনুমান

কেন ফিরে আসলেন, যা অনুমান

যেহেতু দলের সূত্রে রায়না ব্যক্তিগত কারণে দেশে ফিরে আসছেন বলে জানানো হয়েছে, তাই রায়নার পরিবারে এই করোনাকালে কোনও সংকট নেমে এল কিনা, সেই নিয়ে উদ্বেগ বাড়ছে।

রায়নার পরিবার নিয়ে উদ্বেগ

রায়নার পরিবার নিয়ে উদ্বেগ

প্রসঙ্গত চলতি বছর মার্চে রায়না দ্বিতীয়বার বাবা হয়েছেন। রায়নার স্ত্রী প্রিয়াঙ্কা পুত্র সন্তানের জন্ম দেন। এর আগে রায়নার একটি কন্যা সন্তান রয়েছে। ফলে তাঁর পরিবারে কোনও সংকট দেখা দিতেই কী এবারের পুরো আইপিএল থেকে নিজেকে রায়না সরিয়ে নিলেন কিনা, সেই প্রশ্নে ইতিমধ্যে ফ্যানেদের মনে নাড়া দিচ্ছে।

English summary
IPL 2020: CSK's Suresh Raina to miss IPL 2020, returns to India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X