For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: টানা দুই ম্যাচে হার, চেন্নাইয়ে ফিরছেন কি রায়না? যা উত্তর সিএসকে সিইওর

আইপিএল ২০২০: টানা দুই ম্যাচে হার, চেন্নাইয়ে ফিরছেন কি রায়না? যা উত্তর সিএসকে সিইওর

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০তে টানা দুই ম্যাচে হার। ফলে ১৩ তম আইপিএলে শুরুতে অনেকটাই পিছিয়ে পড়ল চেন্নাই সুপার কিংস। ধোনির দলের এমন পারফর্ম্যান্সে স্বভাবতই সিএসকে ফ্যানেদের মুখের হাসি ফিঁকে হচ্ছে। সেই সঙ্গে চেন্নাই দলের ব্যাটিং নিয়েও চিন্তা বাড়ছে। তবে কি সুরেশ রায়নাকে ফিরিয়ে আনবে চেন্নাই? ফ্যানেদের মনে ঘুরপাক খাওয়া এমন প্রশ্নেরই এবার উত্তর দিলেন সিএসকে সিইও।

কেন চেন্নাইয়ের ব্যাটিং নিয়ে চিন্তা

কেন চেন্নাইয়ের ব্যাটিং নিয়ে চিন্তা

প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে রান তাড়া করে জয়। সৌজন্য আম্বাতি রায়ডুর ৭১। প্রথম ম্যাচের পর রায়ডুর হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দলের বাইরে যেতেই পরের দুই ম্যাচে রান তাড়া করে হার সিএসকের। শুক্রবার দিল্লি ক্যাপিটালেসর বিরুদ্ধে ১৭৫ রান তাড়া করে ৪৪ রানে হারল চেন্নাই।

সুরেশ রায়না কি ফিরছেন

সুরেশ রায়না কি ফিরছেন

প্রসঙ্গত রান তাড়া করার সময় দলের মিডিল অর্ডারে কেউই নির্ভরযোগ্য ব্যাটিং করতে পারছেন না। যেকারণে টানা দুই ম্যাচে চেন্নাইয়ে ডুবতে হয়েছে। যারপর দল সুরেশ রায়নাকে ফেরানোর জন্য কোনও উদ্যোগ নেবে কিনা, সেই প্রশ্ন উঠছে।

পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন রায়না

পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন রায়না

প্রসঙ্গত আইপিএল খেলতে আমিরশাহী পৌঁছানোর পর পাঞ্জাবে রায়নার পিসির বাড়িতে দুষ্কীরা হামলা চালালে পিসেমশাই প্রাণ হারান। যারপর পরিবারের পাশে থাকতে ১৩তম আইপিএল শুরুর আগে তড়িঘড়ি দেশে ফিরে এসেছিলেন রায়না।

 রায়নাকে নিয়ে কী সিদ্ধান্তের কথা জানালেন সিএসকে সিইও

রায়নাকে নিয়ে কী সিদ্ধান্তের কথা জানালেন সিএসকে সিইও

সিএসকে দলের সিইও কাশি বিশ্বনাথন জানিয়েছেন, 'আমরা রায়নার পরিবারের পাশে থাকার সিদ্ধান্তকে সম্মান জানাই। রায়নাকে আইপিএল খেলা থেকে নিজকে সরিয়ে নিয়েছে।এক্ষুণি রায়নাকে ফিরিয়ে আনার মতো কোনও সিদ্ধান্ত আমাকে পরিকল্পনাতে নেই। '

English summary
Ipl 2020: CSk loses 2nd in row, Suresh Raina is not coming back, clears CSK CEO
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X