For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: কেকেআরকে ধরাশায়ী করতে এই ক্রিকেটারকে ব্রহ্মাস্ত্র করতে পারেন ধোনি

আইপিএল ২০২০: কেকেআরকে ধরাশায়ী করতে এই ক্রিকেটারকে ব্রহ্মাস্ত্র করতে পারেন ধোনি

  • |
Google Oneindia Bengali News

আবুধাবিতে প্রাক্তন নাইট তারকাকে কেকেআরের বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন ধোনি। এবছর আইপিএল নিলামের আগে পীষূষ চাওলাকে ছেড়ে দিয়েছিল কেকেআর। এরপর ধোনির চেন্নাই সুপার কিংস চাওলাকে দলে নিয়েছে। আইপিএল ২০২০তে চাওলা দারুণ ফর্মে না থাকলেও প্রাক্তন এই নাইট তারকার স্পিন অস্ত্রেই দীনেশের দলকে ঘায়েল করতে পার সিএসকে।

একনজরে এবছর পীষূষ চাওলার পারফর্ম্যান্স কেমন

একনজরে এবছর পীষূষ চাওলার পারফর্ম্যান্স কেমন

আইপিএল ২০২০তে এবছর চেন্নাই সুপার কিংস এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে। চাওলা নিয়মিত দলে সুযোগ পাচ্ছেন। ৫ ম্যাচেই চাওলা চেন্নাইয়ের হয়ে খেলেছেন। ৫ ম্যাচে এবছর চাওলার নামের পাশে ৬টি উইকেট রয়েছে।

আবুধাবির মাঠে চাওলার পারফর্ম্যান্স কেমন

আবুধাবির মাঠে চাওলার পারফর্ম্যান্স কেমন

বুধবার আবুধাবিতে ম্যাচ খেলবে কেকেআর-চেন্নাই। আইপিএল ২০২০তে এই মাঠেই অভিযান ম্যাচ খেলেছিল সিএসকে। যেমাঠে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে ম্যাচ জিতে মরুশহরে আইপিএল ১৩তে যাত্রা শুরু করেছিল সিএসকে। সেই ম্যাচে সিএসকে জার্সিতে চাওলা ৪ ওভারে ২১ রান খরচে ১টি উইকেট পেয়েছিলেন। এটাই এবছর এখনও পর্যন্ত চাওলার সেরা পারফর্ম্যান্স।

কেন নাইটদের বিরুদ্ধে ভয়ংকর হতে পারেন চাওলা

কেন নাইটদের বিরুদ্ধে ভয়ংকর হতে পারেন চাওলা

দীনেশ কার্তিক থেকে আন্দ্রে রাসেল, সুনীল নারিন থেকে নীতিশ রানা। নাইটদের এই সব তারকা ক্রিকেটারদের বিরুদ্ধে নেটে দীর্ঘদিন বল করেছেন পীষূষ। কেকেআর শিবিরে দীর্ঘ সময় কাটানোয় বর্তমানে চেন্নাই সুপার কিংসে খেলা চাওলা প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা ভালোই জানেন, সেই কারণেই নাইটদের বিরুদ্ধে ভয়ংকর হতে পারেন চাওলা।

আইপিএলে স্পিনার হিসেবে কতটা সফল চাওলা

আইপিএলে স্পিনার হিসেবে কতটা সফল চাওলা

আইপিএলে চাওলা এখনও পর্যন্ত ১৬২ ম্যাচে ১৫৬ উইকেট নিয়েছেন চাওলা। আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন চাওলা। ১২২ ম্যাচে ১৭০ উইকেট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন শ্রীলঙ্কান লাসিথ মালিঙ্গা। ১৫০ ম্যাচে ১৬০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে অমিত মিশ্র রয়েছেন।

আইপিএল ২০২০ : কেকেআর বনাম সিএসকে, দুই দলের শক্তি ও দুর্বলতা কী? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়আইপিএল ২০২০ : কেকেআর বনাম সিএসকে, দুই দলের শক্তি ও দুর্বলতা কী? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়

English summary
Ipl 2020: CSK can use former kkr spinner Piyush Chawla as their trumcard in match against kkr
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X