For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম দল হিসেবে প্লে অফে মুম্বই, শেষ চারের পথ কঠিন কলকাতার, একনজরে পয়েন্ট টেবিল

আইপিএল ২০২০: দুবাইয়ে কেকেআর বধ চেন্নাই সুপার কিংসের, প্রথম দল হিসেবে প্লে-অফে পৌঁছল মুম্বই ইন্ডিয়ান্স, প্লে অফের পথ কঠিন কেকেআরের

  • |
Google Oneindia Bengali News

কেকেআরের মুখের গ্রাস কেড়ে নিল চেন্নাই। লিগ পর্বে নিজেদের শেষ ২ ম্যাচে জয় নিশ্চিত করলে আইপিএল ২০২০-র প্লে অফে থাকা সুযোগ ছিল কেকেআরের। সেখানেই স্কোরবোর্ডে ১৭২ রান তুলেও ম্যাচ হারল কেকেআর। নির্বিষ বোলিংয়ের কারণে উইকেট নিতে না পারায় কলকাতাকে ৬ উইকেটে হারিয়ে ২ পয়েন্ট নিল সিএসকে।

দুবাইয়ে জাদেজা ঝড়

দুবাইয়ে জাদেজা ঝড়

নাইটদের নির্বিষ বোলিংয়ের সুযোগে ১১ বলে ৩১ রানের ব্যাটিং ঝড়ে চেন্নাইকে জয়ের গণ্ডি পার করিয়ে কেকেআরের থেকে ২ পয়েন্ট ছিনিয়ে নিলেন জাদেজা।

ম্যাচের সেরা ঋতুরাজ

ম্যাচের সেরা ঋতুরাজ

৫৩ বলে ৭২ রান হাঁকিয়ে ম্যাচের সেরা ঋতুরাজ গাইকোয়াড়। এই নিয়ে টানা দুই ম্যাচে ম্যাচের সেরা সিএসকে ওপেনার।

কেকেআরের বিরুদ্ধে চেন্নাইয়ের মধুর প্রতিশোধ

কেকেআরের বিরুদ্ধে চেন্নাইয়ের মধুর প্রতিশোধ

শেষবার রান তাড়া করে কেকেআরের বিরুদ্ধে ১০ রানে ম্যাচ হেরেছিল চেন্নাই। এদিন শেষ ওভারে জয়ের জন্যে ১০ রান তাড়া করে শেষ দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে বদলার ম্যাচে কেকেআরের বিরুদ্ধে সিএসকের হয়ে মধুর প্রতিশোধ রবীন্দ্র জাদেজার। পয়েন্ট টেবিলে আট নম্বরে থেকে কেকেআরে মুখের গ্রাস কেড়ে নেওয়া পর লিগ টেবিলের নতুন অবস্থান কী দেখে নেওয়া যাক।

প্রথম দল হিসেবে প্লে অফে মুম্বই

প্রথম দল হিসেবে প্লে অফে মুম্বই

বুধবার আরসিবিকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ১২ ম্যাচে ৮ টি জয়ের পর ১৬ পয়েন্ট নিয়ে আইপিএল ১৩তে শীর্ষস্থানে মুম্বই। বৃহস্পতিবার এদিন চেন্নাই কেকেআরকে হারিয়ে দেওয়ার পর আইপিএল ২০২০-র প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করল গত বারের চ্যাম্পিয়ন মুম্বই।

দ্বিতীয় স্থানে আরসিবি

দ্বিতীয় স্থানে আরসিবি

বুধবার রোহিতহীন মুম্বইয়ের বিরুদ্ধে সূর্যকুমার যাদবের সামনে ৫ উইকেট হার আরসিবির। চেন্নাই ও মুম্বইয়ের কাছে টানা ২ ম্যাচে হারলেও ১২ ম্যাচ শেষে ৭টি জয়ের পর ১৪ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

তৃতীয় স্থানে কারা

তৃতীয় স্থানে কারা

লিগের শেষ ধাপে এসে ছন্দপতন। সানরাইজার্সে কাছে হারের পর ১২ ম্যাচ ১৪ পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে নেমে যায়।

 চার নম্বরে কারা

চার নম্বরে কারা

চেন্নাইয়ের কাছে কেকেআরের হারের পর সুবিধেজনক জায়গায় পাঞ্জাব। তারা শেষ পাঁচ ম্যাচ জিতে ১২ পয়েন্টে পৌঁছে এই মুহূর্তে
নেট রান রেট ভালো রেখে চার নম্বর রয়েছে।

পাঁচে থাকলেও প্লে-অফের স্বপ্ন কঠিন কেকেআরের

পাঁচে থাকলেও প্লে-অফের স্বপ্ন কঠিন কেকেআরের

পাঞ্জাবের কাছের হারের পর এবার চেন্নাইয়ের কাছে ১৭২ রান তুলেও হার কেকেআরের। ফলে ১৩ ম্যাচ খেলে ৬টি জয়ের পর ১২ পয়েন্ট লিগ টেবিলে পাঁচ নম্বরে কলকাতা নাইট রাইডার্স। এদিন পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও কলকাতা ম্যাচ হেরে বসে।

ষষ্ঠ স্থানে কারা

ষষ্ঠ স্থানে কারা

দিল্লির বিরুদ্ধে ৮৮ রানের দাপুটে জয়ের পর ১২ ম্যাচ থেকে ১০ পয়েন্ট সানরাইজার্স হায়দরাবাদ পয়েন্ট টেবিলে ছয় নম্বরে উঠে এসেছে।

সপ্তম স্থানে কারা

সপ্তম স্থানে কারা

মুম্বইকে হারিয়ে ৮ নম্বর থেকে ছয় নম্বরে উঠে এসেছিল রাজস্থান। ১২ ম্যাচ শেষে রাজস্থান রয়্যালস ১০ পয়েন্ট পেয়েছে। কিন্তু মঙ্গলবার দুবাইয়ে সানরাইজার্স দিল্লিকে হারিয়ে দিতে ফের সাত নম্বরে নেমে এসেছে রাজস্থান।

 অষ্টম স্থানে কারা

অষ্টম স্থানে কারা

কেকেআরকে হারিয়ে লিগের শেষ ধাপে ২ পয়েন্ট সংগ্রহ চেন্নাইয়ের। ১৩ ম্যাচ শেষে সিএসকে ৫টি জয়ের পর ১০ পয়েন্টে পৌঁছল। চেন্নাইয়ের প্লে অফের সুযোগ না থাকলেও নাইটদের হারিয়ে তাঁদের শেষ চারে থাকার স্বপ্নে বড়সড় ধাক্কা দিল ধোনি অ্যান্ড কোম্পানি।

English summary
IPl 2020: CSK beat KKR by 6 wickets, Mi become first team to qualify for the playoffs, point table
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X