For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০ : এবার কমলা টুপি জিততে পারেন এমন ক্রিকেটারদের তালিকা

আইপিএল ২০২০ : এবার কমলা টুপি জিততে পারেন এমন ক্রিকেটারদের তালিকা

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহে আর কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে আইপিএল। ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। প্রায় ছয় মাস পর প্রিয় তারকাদের বাইশ গজে ব্যাট হাতে নামতে দেখতে মুখিয়ে বিশ্ব। সেই তালিকার অন্যতম সদস্য যারা এবারের আইপিএলে কমলা টুপি জিততে পারেন, তাঁদের নাম জেনে নেওয়া যাক।

বিরাট কোহলি

বিরাট কোহলি

টিম ইন্ডিয়া তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি এখনও পর্যন্ত আইপিএলের সর্বাধিক রান সংগ্রাহক। তাঁর ঝুলিতে রয়েছে ৫৪১২ রান। আইপিএলের এক সংস্করণে সর্বাধিক রান (২০১৬ সালে ৯৭৩) করার রেকর্ড রয়েছে বিরাট কোহলির ব্যাটে। সেই তিনি এবারও কমলা টুপি জিততে পারেন বলে ক্রিকেট প্রেমীদের আশা।

রোহিত শর্মা

রোহিত শর্মা

টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক তথা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা আইপিএলে এখনও পর্যন্ত ৪৮৯৮ রান করেছেন। টুর্নামেন্টে এখনও পর্যন্ত একবারও কমলা টুপি জিততে পারেননি তিনি। তবে যে ফর্মে রয়েছেন, তাতে রোহিত এবার সেই নজির ছুঁলেও ছুঁতে পারেন বলে মনে করা হচ্ছে।

কেএল রাহুল

কেএল রাহুল

কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল আইপিএলে এখনও পর্যন্ত ৬৭টি ম্যাচ খেলে ১৯৭৭ রান করেছেন। চলতি সময়ে কথা বলছে তাঁর ব্যাট। আইপিএলের এবারের সংস্করণে তিনি কমলা টুপি জিততে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার

আইপিএলে এখনও পর্যন্ত ৪৭০৬ রান করা ডেভিড ওয়ার্নার টুর্নামেন্টের গত সংস্করণে কমলা টুপি জিতেছিলেন। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ত্রিশতরান করা অজি ওপেনার তথা সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক এবারও আইপিএলে সর্বাধিক রান সংগ্রাহক হতে পারেন।

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিরুদ্ধে কোয়ার্টার ম্যাচের আগে মেসির চোটে চিন্তায় বার্সেলোনাচ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিরুদ্ধে কোয়ার্টার ম্যাচের আগে মেসির চোটে চিন্তায় বার্সেলোনা

English summary
IPL 2020 : Cricketers those who have the chance to win orange cap
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X