For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে দূরত্ববিধি মেনে চলতে ক্রিকেটারদের হাতে এবার অভিনব ব্যান্ড

আইপিএলে দূরত্ববিধি মেনে চলতে ক্রিকেটারদের হাতে এবার অভিনব ব্যান্ড

  • |
Google Oneindia Bengali News

১৯ সেপ্টেম্বর থেকে আইপিএলে ঢাকে কাঠির অপেক্ষায় প্রহর গুনছেন ফ্যানেরা। করোনা সুরক্ষা বিধি নেমে এবছর বায়ো বাবল সিকিউরিটিতে আইপিএলে বল গড়াতে চলেছে। আঁটোসাঁটো এমন কড়া নিয়মবিধির মধ্যে ক্রিকেটারদের খেলার অভিজ্ঞতা নেই, কিন্তু এর সঙ্গে তাঁদের মানিয়ে নিতে হবে। আর এই মানিয়ে নেওয়ার ক্ষেত্রেই এবার ক্রিকেটাররা প্রযুক্তির সাহায্য পেতে চলেছেন।

ক্রিকেটাররা প্রযুক্তিগত কীরকম সাহায্য পেতে চলেছেন?

ক্রিকেটাররা প্রযুক্তিগত কীরকম সাহায্য পেতে চলেছেন?

ছয় দিনের কোয়ারেন্টাইন পর্বের পর ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা এবার মাঠে অনুশীলেন নামতে চলেছেন। সেই সময় দূরত্ব বিধি মেনে চলতেই ক্রিকেটারদের হাতে অভিনব একটি ব্যান্ড থাকতে চলেছে।

অ্যালার্মের কাজ করবে এই ব্যান্ড

অ্যালার্মের কাজ করবে এই ব্যান্ড

ক্রিকেটাররা তাঁদের হাতে বিশেষ একটি ব্লু-টুথ ব্যান্ড পরবেন। যা অন্যের থেকে দূরত্ব বজার রাখার থেকে অ্যালার্মের কাজ করবে।

কীভাবে কাজ করবে এই ব্যান্ড

কীভাবে কাজ করবে এই ব্যান্ড

কোন ক্রিকেটার অন্য কোনও ক্রিকেটারের ২ ফুট দূরত্বের বৃত্তের মধ্যে ঢুকে পড়লে ব্লু-টুথ ব্যান্ডটি অ্যালার্মের মতো বেজে উঠবে।

ঘুমের সময়ই একমাত্র এই অ্যালার্ম খোলা যাবে

ঘুমের সময়ই একমাত্র এই অ্যালার্ম খোলা যাবে

জানা গিয়েছে ক্রিকেটাররা ঘুমনোর সময়ই একমাত্র এই ব্লু-টুথ ব্যান্ডটি খুলতে পারবেন।

টিম বাসে বসা নিয়েও বিধিনিষেধ

টিম বাসে বসা নিয়েও বিধিনিষেধ

জানা গিয়েছে, অনুশীলনের জন্য এবার থেকে টিম বাসে চেপে মাঠে যাওয়া বা ফেরার সময় বাসে একটি করে সিট ছেড়ে বসতে হবে। সামাজিক দূরত্ব বিধি নেমে ক্রিকেটারদের জিগ-জ্যাগ ভাবে বাসের সিটে বসতে হবে।

English summary
Ipl 2020: Cricketer now have to wear Bands with warning alarm for maintaining Social distance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X