For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: ফের কি তবে ফিক্সিয়ের ছায়া, ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা বুকিদের

আইপিএল ২০২০: ফের কি তবে ফিক্সিয়ের ছায়া, ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা বুকিদের

  • |
Google Oneindia Bengali News

২০১৩ সালে আইপিএলে ফিক্সিং কাণ্ডের পর সতর্ক ও সজাগ বিসিসিআই। সম্প্রতি বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার এক কর্তা জানিয়েছিলেন এবারের আমিরশাহী আইপিএলকে বুকিদের থাবা থেকে বাঁচাতে সবরকম সতর্কতা বজায় রাখা হচ্ছে। সেই কর্তার পক্ষ থেকে জানানো হয়েছিল বুকিরা দুবাই পৌঁছলেও আইপিএলে এখনও থাবা বসাতে পারেনি। এবার নতুন তথ্য সামনে আসছে।

আইপিএলে দুর্নীতি ঘটাতে বুকিদের চেষ্টা

আইপিএলে দুর্নীতি ঘটাতে বুকিদের চেষ্টা

বোর্ডের পক্ষ থেকে জানা যাচ্ছে, দুবাইতে অনুষ্ঠিত এবারের আইপিএলে ফিক্সিং ঘটানোর চেষ্টা করছে বুকিরা। বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার কর্তারা সেই কারণে আরও সতর্কতা মেনে চলছেন। বিসিসিআইয়ের এক কর্তা ইতিমধ্যেই জানিয়েছেন, বুকিরা সবরকমভাবে আইপিএলকে কলঙ্কিত করার জন্য চেষ্টা চালাচ্ছে সেই খবর তাঁদের কানে আসার পরই আরও বেশি করে সতর্ক থাকা হচ্ছে।

এক ক্রিকেটারকে প্রস্তাব দিয়েছে বুকিরা

এক ক্রিকেটারকে প্রস্তাব দিয়েছে বুকিরা

বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার প্রধান অজিত সিং এই নিয়ে জানিয়েছেন, সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যে একজন ক্রিকেটারের সঙ্গে বুকিরা যোগাযোগ করেছেন। সেই ক্রিকেটার তড়িঘড়ি বোর্ডের দুর্নীতি দমন শাখার অফিসারদের বুকিদের কাছ থেকে প্রস্তাব পাওয়ার কথা জানিয়ে দিয়েছেন।

জৈব সুরক্ষা বলয়ে হচ্ছে আইপিএল

জৈব সুরক্ষা বলয়ে হচ্ছে আইপিএল

প্রসঙ্গত এবছর জৈব সুরক্ষার বলয়ে আইপিএল খেলতে হচ্ছে। সেখানে বাইরের কোনো ব্যক্তির প্রবেশের প্রশ্নই উঠছে না। আমিরশাহীতে আইপিএল খেলতে গিয়ে ক্রিকেটারদের সবসয়মই হোটেলে থাকতে হচ্ছে।

তরুণ ক্রিকেটারদের সতর্ক করে চলেছে দুর্নীতি দমন শাখা

তরুণ ক্রিকেটারদের সতর্ক করে চলেছে দুর্নীতি দমন শাখা

জৈব সুরক্ষার আঁটোসাঁটো নিরাপত্তা থাকলেও বুকিরা এক ক্রিকেটারের সঙ্গে যোগযোগ করেছে। যারপর তরুণ ক্রিকেটারদের দুর্নীতি দমন শাখার কর্তারা এই ব্যাপারে বারবার সতর্ক করা চলেছে । তারা যাতে সোশ্যাল মিডিয়া মারফত কোনওরকম চক্রের ফাঁদে না পড়েন সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। ক্রিকেটারদের সঙ্গে দুর্নীতি দমন শাখার কর্তারা এই নিয়ে বিশেষ ক্লাসও নিয়েছেন বলে জানা গিয়েছে।

আইপিএল ২০২০: মুম্বই বনাম সানরাইজার্স, আইপিএলে দ্বিতীয় সর্বাধিক ম্যাচ খেলার নজির রোহিত শর্মার আইপিএল ২০২০: মুম্বই বনাম সানরাইজার্স, আইপিএলে দ্বিতীয় সর্বাধিক ম্যাচ খেলার নজির রোহিত শর্মার

English summary
Ipl 2020:Cricketer competing in IPl,reported corrupt approach,says BCCI’s anti-corruption unit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X