For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: করোনা রুখতে বায়ো বাবল নিরাপত্তা বিগ বসের বাড়ির মতো, কেন বললেন ধাওয়ান?

আইপিএল ২০২০: করোনা রুখতে বায়ো বাবল নিরাপত্তা বিগ বসের বাড়ির মতো, কেন বললেন ধাওয়ান?

  • |
Google Oneindia Bengali News

করোনা বাধা কাটিয়ে আইপিএলে বল গড়ানোর অপেক্ষা। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। কোটি টাকার ক্রিকেট লিগে এবছর ফাঁকা মাঠে ম্যাচ। সেই সঙ্গে ক্রিকেটারদের বায়ো বাবলে নিরাপত্তার ম্যাচ খেলতে হবে। যা ক্রিকেটারদের কাছে একেবারেই নতুন কনসেপ্ট।

ভারতীয় ক্রিকেটাররা প্রথমবার বায়ো বাবলে খেলতে চলেছেন

ভারতীয় ক্রিকেটাররা প্রথমবার বায়ো বাবলে খেলতে চলেছেন

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ খেলেছেন, ফলে বায়ো বাবল নিরাপত্তার সঙ্গে তারা ইতিমধ্যে মানিয়ে নিতে পারলেও ভারতীয় ক্রিকেটাররা এই প্রথম এমন কড়াকড়ি নিয়মে ক্রিকেট খেলতে নামতে চলেছেন।

মানসিক চ্যালেঞ্জ মনে করেন গব্বর

মানসিক চ্যালেঞ্জ মনে করেন গব্বর

আর সেজন্যেই জৈব সুরক্ষার এই নিরাপত্তা বেষ্টনীকে অত্যন্ত চ্যালেঞ্জিং মনে করছেন শিখর ধাওয়ান। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারের মতো বায়ো বাবল নিরাপত্তায় ক্রিকেট খেলা মানসিক শক্তির পরীক্ষা বলে মত ধাওয়ানের।

বায়ো বাবলকে বিগ বসের বাড়ির সঙ্গে তুলনা

বায়ো বাবলকে বিগ বসের বাড়ির সঙ্গে তুলনা

আইপিএল খেলতে দীর্ঘ দুমাস সময় আমিরশাহীর বিভিন্ন শহরে হোটেলবন্দি থাকার পুরো বিষয়টিকে কার্যত বিগ বসের বাড়িতে বন্দি থাকার সঙ্গে তুলনা করেছেন ধাওয়ান।

দুবাইয়ের হোটেলে বন্দি ধাওয়ান

দুবাইয়ের হোটেলে বন্দি ধাওয়ান

দিল্লি ক্যাপিটালস দল এখন আইপিএল খেলতে দুবাইয়ের হোটেলে রয়েছে। কোয়ারেন্টাইন পর্বে শেষের পর পুরোদম প্রস্তুতি করেছেন ধাওয়ান-পন্থরা। দুবাইয়ের টিম হোটেলের বায়ো-বাবলের মধ্যে থাকা অবস্থা নিয়ে খুশি ধাওয়ান। কেরিয়ারে এটা তাঁর কাছে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা উল্লেখ করে ধাওয়ান বলেন, 'এটা আমাদের মানসিক শক্তির যথাযথ পরীক্ষা নেবে।' পরে তিনি যোগ করেন, 'নিরাপত্তার এই কড়াকড়ি অনেকটা বিগ বসের মতো। তবে পরিস্থিতি থেকে ইতিবাচক দিক গ্রহণ করে এগিয়ে যেতে চাই।'

ছবি সৌজন্যে শিখর ধাওয়ানের ইনস্টাগ্রাম

আইপিএল ২০২০: রায়নার পরিবারের উপর হামলার ঘটনায় গ্রেফতার ৩আইপিএল ২০২০: রায়নার পরিবারের উপর হামলার ঘটনায় গ্রেফতার ৩

English summary
IPL 2020: bio-bubble is like living in Big Boss house, says Shikhar Dhawan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X