For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্টোকসের শতরানে মুম্বই বধ রাজস্থানের, পয়েন্ট টেবিল কী দাঁড়াল, কেকেআরের চ্যালেঞ্জার কারা

স্টোকসের শতরানে মুম্বই বধ রাজস্থানে, পয়েন্ট টেবিল কী দাঁড়াল, কেকেআরের চ্যালেঞ্জার কারা

  • |
Google Oneindia Bengali News

আবুধাবিতে আইপিএল ২০২০-র ৪৫ তম ম্যাচে দুরন্ত জয় রাজস্থান রয়্যালসের। মুম্বইয়ের বিরুদ্ধে ১৯৬ রান তাড়া করতে নেমে বেন স্টোকস ও সঞ্জু স্যামসনের ব্যাটে জয় ছিনিয়ে নিল রাজস্থান। ডান-বাম জুটির ব্যাটে তৃতীয় উইকেটে অপরাজিত ১৫২ রানের পার্টনারশিপে ম্যাচ জিতল স্মিথ অ্যান্ড কোম্পানি। রাজস্থানের হয়ে বেন স্টোকস ১০৭ ও সঞ্জু স্যামসন ৫৪ রানে অপারাজিত থাকেন। একনজরে দুই দলের পয়েন্ট টেবিল কী হল, দেখে নেওয়া যাক।

পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে কারা

পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে কারা

রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ হারলেও পয়েন্ট তালিকায় এদিন শীর্ষস্থান ধরে রাখল মুম্বই ইন্ডিয়ান্স। ১১ ম্যাচে ৭টি জয়ের পর ১৪ পয়েন্ট নিয়ে আইপিএল ১৩তে শীর্ষস্থান ধরে রাখল মুম্বই মুম্বই ইন্ডিয়ান্স

দ্বিতীয় স্থানে কারা

দ্বিতীয় স্থানে কারা

১১ ম্যাচে ৭টি জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দিল্লি ক্যাপিটালস। রানে রেটে পিছিয়ে থাকায় দিল্লি পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।

তৃতীয় স্থানে কারা

তৃতীয় স্থানে কারা

এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ হারলেও টপ ফোরে জায়গা ধরে রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১১ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বিরাটের দল।

চতুর্থ স্থানে কারা

চতুর্থ স্থানে কারা

১১ ম্যাচ খেলে ৬টি জয়ের পর ১২ পয়েন্ট লিগ টেবিলে চার নম্বরে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার নেগেটিভ রান রেট দলকে কিছুটা চিন্তায় রেখেছে।

পঞ্চম স্থানে কারা

পঞ্চম স্থানে কারা

১১ ম্যাচে ৫টি জয়ের ফলে ১০ পয়েন্টে পৌঁছে গিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। সোমবার কেকেআরের বিরুদ্ধে ম্যাচ খেলবে লোকেশ রাহুলের দল।

ষষ্ঠ স্থানে কারা

ষষ্ঠ স্থানে কারা

মুম্বইকে হারিয়ে ৮ নম্বর থেকে ছয় নম্বরে উঠে এল রাজস্থান। ১২ ম্যাচ শেষে রাজস্থান রয়্যালস ১০ পয়েন্ট নিয়ে তালিকায় ছয় নম্বরে রয়েছে।

সপ্তম স্থানে কারা

সপ্তম স্থানে কারা

১১ ম্যাচের ৪টি জয়ে ৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে সানরাইজার্স হায়দরাবাদ। কার্যত সানরাইজার্স দলের আইপিএল ২০২০-র প্লে-অফ খেলার আশা শেষ।

অষ্টম স্থানে কারা

অষ্টম স্থানে কারা

১২ ম্যাচ খেলে ৪টি জয়ের পর ৮ পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে চেন্নাই সুপার কিংস অষ্টম স্থানে রয়েছে। এদিন রাজস্থান মুম্বইকে হারিয়ে উপরে উঠে আসার পর চেন্নাইয়ের প্লে-অফ আশা কার্যত শেষ হয়ে গেল।

পয়েন্ট টেবিলে কেকেআরের চ্যালেঞ্জার্স কারা

পয়েন্ট টেবিলে কেকেআরের চ্যালেঞ্জার্স কারা

মুম্বই, দিল্লি ও আরসিবি প্লে-অফে যাওয়ার জন্যে এক পা বাড়িয়ে রেখেছে। চতুর্থ দল হিসেবে প্লে-অফে যাওয়ার রাস্তায় তিনটি দলের মধ্যে এখন কঠিন লড়াই। বর্তমানে পয়েন্ট টেবিলে কেকেআর চার নম্বরে রয়েছে।পাঁচ ও ছয় নম্বরে ১০ পয়েন্ট নিয়ে নাইট রাইডার্সের ঘাড়ে কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালস নিঃশ্বাস ফেলছে।

English summary
Ipl 2020: Ben Stokes hit century, rajasthan royals beat MI, IPl point table standing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X