গুগল ইন্ডিয়ার সার্চে ফার্স্ট বয় আইপিএল ২০২০, পিছিয়ে করোনা ও আমেরিকা নির্বাচন!
করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে দর্শকশূন্য স্টেডিয়ামে হওয়া আইপিএল ২০২০ যে সফলতার মাপকাঠি পেরিয়ে গিয়েছে, তা আগেই জানিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। টুর্নামেন্টের এবারের টিভি ভিউয়ারশিপ যে অন্যান্য সব বছরকে ছাপিয়ে গিয়েছে, তাও গর্বের সঙ্গে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার করোনা ভাইরাসকে হারিয়ে মুকুটে নতুন পালক লাগাল আইপিএল ২০২০।

কী জানাচ্ছে গুগল
গুগল ইন্ডিয়া জানাচ্ছে, চলতি বছর সার্চ ইঞ্জিনে আইপিএল ২০২০ সংক্রান্ত বিষয়ের খোঁজ সর্বাধিক করেছে নেট দুনিয়া। ট্রেন্ডিংয়ের নিরিখে সংযুক্ত আরব আমিরশাহীতে সদ্য শেষ হওয়া আইপিএল যে সবার আগে, তাও জানাতে ভোলেনি গুগল ইন্ডিয়া।

পিছিয়ে করোনা ভাইরাস
আইপিএল ২০২০-এর সুনামি হারিয়ে দিয়েছে করোনা ভাইরাসের ঢেউকে। গুগল ইন্ডিয়া জানাচ্ছে, চলতি বছর কোভিড ১৯-র থেকেও বেশি চর্চা হয়েছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় টি-টোয়েন্টি লিগকে নিয়ে। প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনও। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, বিহার নির্বাচনের ফল এবং দিল্লি নির্বাচনের ফল।

আইপিএল ২০২০-র সফলতা
চলতি বছরর ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএল ২০২০। করোনা ভাইরাসের জেরে সেই সময় স্থগিত করা হয়েছিল টুর্নামেন্ট। পরিবর্তে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল ইভেন্ট। ১০ নভেম্বর শেষ হয় আইপিএল ২০২০। চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স।

গতবারের চ্যাম্পিয়ন
২০১৯ সালে ইংল্যান্ডে ৫০ ওভারের বিশ্বকাপ হয়েছিল। সার্চ ইঞ্জিনে সেই ইভেন্টের খোঁজ সবচেয়ে বেশি হয়েছিল বলে জানিয়েছিল গুগল ইন্ডিয়া।

আইএসএল ২০২০-২১ : জামশেদপুর এফসি-র বিরুদ্ধে কেমন দল নিয়ে মাঠে নামতে পার এসসি ইস্টবেঙ্গল