For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজই আইপিএলের নতুন স্পনসর ঘোষণা করতে পারে বিসিসিআই, দৌড়ে সবার আগে কোন সংস্থা

আজই আইপিএলের নতুন স্পনসর ঘোষণা করতে পারে বিসিসিআই, দৌড়ে সবার আগে এই সংস্থা

  • |
Google Oneindia Bengali News

ভিভোর সঙ্গে বিচ্ছেদের পর নতুন স্পনসর খুঁজে নিতে চলেছে বিসিসিআই। আজই সম্ভবত ২০২০ সালের আইপিএলের জন্য টাইটেল স্পনসর ঘোষণা করে দিতে পারে বোর্ড। একনজরে কোন চার সংস্থা আমিরশাহী আইপিএলের টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে জেনে নেওয়া যাক।

টাটা গোষ্ঠী

টাটা গোষ্ঠী

আইপিএলের মূল স্পনসর হওয়ার দৌড়ে এবছর সবচেয়ে এগিয়ে টাটা গোষ্ঠী। রিলায়েন্স জিও বা আদানি গোষ্ঠী বা পতঞ্জলীর মতো একাধিক দেশীয় সংস্থা লড়াইয়ে থাকলেও সুনামের দিক থেকে টাটা গোষ্ঠীই সবার চেয়ে এগিয়ে। বিসিসিআইয়ের সঙ্গে এই গোষ্ঠী জুড়লে বোর্ডের আইপিএল টুর্নামেন্টেরও ব্র্যান্ড ভ্যালু কয়েকগুণ বেড়ে যেতে চলেছে বলে মনে করা হচ্ছে।

পতঞ্জলী

পতঞ্জলী

বাবা রামদেবের পতঞ্জলী ব্র্যান্ডটিও আইপিএলের মূল স্পনসর হতে বিশেষ আগ্রহ দেখিয়েছে। দেশের প্রধানমন্ত্রী বরাবরই দেশবাসীকে আত্মনির্ভর হতে বার্তা দেন। সেক্ষেত্রে ক্রিকেটমহল মনে করছে, এবছর বিদেশি কোন সংস্থার বদলে স্বদেশি কোনও সংস্থাই সম্ভবত আইপিএলের মূল স্পনসর হতে পারে।

 বাইজুস

বাইজুস

টিভির পর্দায় চোখ রাখলেই বাইজুস সংস্থায় হয়ে শাহরুখ খানের বিজ্ঞাপন বারবার চোখে পড়ে। অনলাইন পড়াশুনো জগতে এটি প্রথম সারির অন্যতম প্রধান অ্যাপ। বাইজুস ভারতীয় জাতীয় ক্রিকেট দলের স্পনসরও। এবার আইপিএলের সঙ্গে তারা গাঁটছড়া বাঁধে কিনা, সেটাই এখন দেখার।

বাকি আর কোন সংস্থার নাম ঘুরপাক খাচ্ছে

বাকি আর কোন সংস্থার নাম ঘুরপাক খাচ্ছে

এছাড়া আইপিএলের টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে আমাজন, কোকাকোলা,আনঅ্যাকাডেমি, জিওর মতো নামি সংস্থারাও লড়াইয়ে রয়েছে। শেষ পর্যন্ত এবছরের আইপিএলের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড কোন সংস্থা বেছে নেয়, আজ সন্ধ্যেতেই সম্ভবত তা জানা যেতে চলেছে।

English summary
IPL 2020: BCCI likely to make announcement on Title Sponsorship today,Tata may replace vivo
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X