For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০ নিলাম: বড় দর পেতে পারেন আনক্যাপ এই চার ক্রিকেটার

১৯ ডিসেম্বর আইপিএল নিলাম। যে নিলামে একঝাঁক তরুণ তুর্কিদের নাম রয়েছে। একনজরে দেখে নিন নিলামে আনক্যাপ ক্রিকেটারদের মধ্যে নিলামে কারা ভালো দর পেতে পারেন।

  • |
Google Oneindia Bengali News

১৯ ডিসেম্বর আইপিএল নিলাম। যে নিলামে একঝাঁক তরুণ তুর্কিদের নাম রয়েছে। একনজরে দেখে নিন নিলামে আনক্যাপ ক্রিকেটারদের মধ্যে কারা কারা ভালো দর পেতে পারেন।

যশশ্বী জয়সওয়াল

যশশ্বী জয়সওয়াল

ফুচকা বিক্রেতা থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন যশশ্বী জয়সওয়াল। এযেন গলি থেকে রাজপথে যাওয়ার গল্প। ১৭ বছরের বাঁ-হাতি এই ক্রিকেটারকে নিয়ে জুনিয়র বিশ্বকাপে প্রত্যশা তৈরি হয়েছে। এবার আইপিএলে বড় দরে ফ্র্যাঞ্চাইজি পেতে পারেন বাঁ-হাতি তরুণ তুর্কি। লিস্ট এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে
দ্বিশতরান হাঁকিয়েছেন যশশ্বী। লিস্ট এ ক্রিকেটে যশশ্বী তিনটি শতরান ও একটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। বাঁ-হাতি এই ব্যাটসম্যানের বেস প্রাইস ২০ লাখ টাকা।

সাই কিশোর

২৩ বছরের স্পিনার সাই কিশোর এবারে আইপিএল নিলামে আনক্যাপ ক্রিকেটারদের মধ্যে চমক হতে পারেন। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ২০ উইকেট নিয়েছেন এই স্পিনার। তামিলনাড়ু প্রিমিয়র লিগে এই স্পিনারের খেলার অভিজ্ঞতা রয়েছে। আইপিএল নিলামে কিশোরের নূন্যতম মূল্য ২০ লাখ টাকা।

বিরাট সিং

নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলির ব়্যাডারে থাকতে পারেন বাঁ-হাতি বিরাট সিং। ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১০ ম্যাচে ৩৪৩ রান হাঁকিয়েছেন। শুধু তাই নয়, বিজয় হাজারে ও দেওধর ট্রফির ম্যাচেও ঝড়ো ইনিংস খেলেন। ঘরোয়া ক্রিকেটে বাঁ-হাতি এই বিরাটের ব্যাটিং দাপটের কারণে এবার আইপিএলে ভালো দামে দল পেতে পারেন ঝাড়খণ্ডের ক্রিকেটার বিরাট সিং। বিরাটের বেস প্রাইস ২০ লাখ টাকা।

প্রিয়ম গর্গ

জানুয়াতিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। সেই আসরে ভারতীয় দলের অধিনায়কের ভূমিকায় প্রিয়ম গর্গকে খেলতে দেখা যাবে। বিজয় হাজারে ট্রফিতে ১০ ম্যাচে গর্গের সংগ্রহ ৮১৪ রান।

প্রথম শ্রেণীর ক্রিকেটে ১২ ম্যাচে সংগ্রহ ৮৬৭ রান।দুটি সেঞ্চুরি রয়েছে। অন্যদিকে লিস্ট এ ক্রিকেটে ১৫ ম্যাচ খেলে গর্গ ৫৩৯ রান হাঁকিয়েছেন, ঝুলিতে একটি সেঞ্চুরি রয়েছে। ডান হাতি এই ব্যাটসম্যানের বেস প্রাইস ২০ লক্ষ টাকা।

English summary
IPL 2020 Auction: uncapped 4 players who can get ipl franchise in Auction
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X