আইপিএল ২০২০: চেন্নাই বনাম মুম্বই ম্যাচেও সেন্ট্রাল ক্যারেকটর অবসরপ্রাপ্ত ধোনি, ধামাকার অপেক্ষা
শনিবার অর্থাৎ ১৯ সেপ্টেম্বর আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস (সিএসকে) ও মুম্বই ইন্ডিয়ান্স (এমআই)। বড় ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট প্রেমীদের মনে উৎসাহ যেমন চরমে, তেমনই এক বছরেরও বেশি সময় পর বাইশ গজে ফিরতে চলা কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির পারফরম্যান্সের তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো দেশের সবচেয়ে সফল অধিনায়কের প্রত্যাবর্তন ধামাকাদার হবে বলেই মনে করেন ধোনি ফ্যানরা।

এক বছরেরও বেশি সময় পর বাইশ গজে ধোনি
২০১৯ সালের জুলাই শেষবার বাইশ গজে দেখা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে টিম ইন্ডিয়ার জার্সিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন দেশের সফলতম অধিনায়ক। এরপর থেকে প্রায় ১৪ মাস ক্রিকেটের কোনও ফর্ম্যাটেই নামতে দেখা যায়নি মাহিকে।

আইপিএলের প্রস্তুতি শুরু করেও বন্ধ
প্রথমে ঠিক ছিল, চলতি বছরের ২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএল ২০২০। সেই মতো চেন্নাই সুপার কিংসের সতীর্থদের সঙ্গে চিপকে অনুশীলনও শুরু করে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ায় তখনকার মতো ধোনির প্রত্যাবর্তনও থমকে যায়।

ফের অনুশীলনে ধোনি
করোনা ভাইরাসের প্রভাবেই সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল ২০২০ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। স্বাস্থ্য ও সুরক্ষা বিধি মেনে টুর্নামেন্টে অংশ নিতে অগাস্টের শেষেই মধ্যপ্রাচ্যের ওই দেশে পৌঁছে যায় দলগুলি। কিছুদিন পর শুরু হয় অনুশীলন। ইতিমধ্যে চেন্নাই সুপার কিংস শিবিরে করোনা ভাইরাস থাবা বসালে অন্য দলগুলির থেকে এক সপ্তাহ দেরি প্রস্তুতি শুরু হয় মহেন্দ্র সিং ধোনিদের। নেটে সহজাত ঢঙে লম্বা ছক্কা হাঁকাতে দেখা যায় মাহিকে। প্রস্তুতি ম্যাচেও অক্লেষে বোলারদের মাঠের বাইরে ফেলেন সিএসকে অধিনায়ক।

ইতিমধ্যে অবসর
দুবাইতে পৌঁছনোর আগে আইপিএল ২০২০-এর জন্য চেন্নাইতে পাঁচ দিনের প্রস্তুতি শিবির সেরে নেয় সিএসকে। শিবিরের প্রথম দিন অর্থাৎ ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ভারতের সবচেয়ে সফল ক্রিকেট অধিনায়ক এমএস ধোনি।

ধামাকার অপেক্ষায় বিশ্ব
আগামী কাল অর্থাৎ শনিবার শুরু হচ্ছে আইপিএল ২০২০। আবু ধাবিতে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট প্রেমীদের মনে উৎসাহ যেমন চরমে, তেমনই এক বছরেরও বেশি সময় পর বাইশ গজে ফিরতে চলা কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির পারফরম্যান্সের তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। তাঁর প্রত্যাবর্তন ধামাকাদার হবে বলেই মনে করেন ক্রিকেট ফ্যানরা।
আইপিএল ২০২০:আমিরশাহীতে শেষবার মুম্বই বনাম চেন্নাই ম্যাচের ফল কী? ধোনির দলের পারফর্ম্যান্স কেমন