• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আইপিএল ২০২০: দুবাইয়ে দাদার সঙ্গে দেব, মরুশহরে আড্ডায়-ভুড়িভোজে সৌরভ-দীপক

  • |

মরুশহরে জমজমাট আইপিএল ২০২০। করোনাকালে নানা বাধা পেরিয়ে ১৩ তম আইপিএল শুরুর পর টুর্নামেন্টে মাঝ মরসুমে এসে পৌঁছল। এই মুহূর্তে আইপিএল ম্যাচ দেখতে আমিরশাহীতে রয়েছেন সৌরভ। সামনেই দুর্গা পুজো। সেই উপলক্ষ্যে কয়েকদিন পরেই বাংলায় ফিরে আসবেন। তার আগে সোশ্যাল মিডিয়ায় দুবাইয়ে দাদা উইথ দেব মুহূর্ত ভাইরাল!

সৌরভের সঙ্গে দেখা করলেন দেব

সৌরভের সঙ্গে দেখা করলেন দেব

আইপিএল শুরুর পর ভারতে এসে ফের মরুশহরে ফিরে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ড সভাপতিকে মঙ্গলবার মাঠে বসে চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি দেখতে দেখা গিয়েছে। রাজকীয় মেজাজে সৌরভের ম্যাচ উপভোগ করার মুহূর্ত ইতিমধ্যেই ফ্যানেদের সোশ্যাল মিডিয়ায় দেওয়ালে ঝড় তুলেছে। এই ম্যাচের আগেই দুবাইয়ে দেবের সঙ্গে দেখা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

দুবাইয়ে দাদার সঙ্গে দেব

দুবাইয়ে দাদার সঙ্গে দেব

মরুশহরে দুই বাঙালির সাক্ষাতের ছবি অভিনেতা দেব, সৌরভ গঙ্গোপাধ্যায়কে ট্যাগ করে ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করেছেন। দেবের সঙ্গে বান্ধবী রুক্মিণীও ছিলেন। একদিকে বিসিসিআই সভাপতি যখন টুর্নামেন্টে কেমন চলছে পর্যালোচনা করতে এই মুহূর্তে দুবাইয়ে রয়েছেন, তেমনই ব্যক্তিগত কাজে এখন মরুশহরে রয়েছেন দেব-রুক্মিণী।

দুবাইয়ে দাদা-দেবের ভুড়িভোজ

দুবাইয়ে দাদা-দেবের ভুড়িভোজ

প্রিয় দাদার সঙ্গে সময় কাটাতে পেরে আপ্লুত দেব ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, 'দারুণ সময় কাটালাম। দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের জন্যে সবসময় মুখিয়ে থাকি। ভুড়িভোজ ও আড্ডাটা জমে গিয়েছিল। একসঙ্গে ভালো কিছু মুহূর্ত উপভোগ করলাম।'

ফের দেশে ফিরে আসবেন সৌরভ

ফের দেশে ফিরে আসবেন সৌরভ

প্রসঙ্গত আইপিএল ২০২০-র কয়েক ম্যাচ দেখে ফের দেশে ফিরে আসবেন সৌরভ। বাঙালির দুর্গা পুজোয় বরাবর কলকাতা নিজের বাড়িতে থাকতে ভালোবাসেন মহারাজ। এবছরও তিনি কলকাতাতেই থাকতে চলেছেন।

Puja Special : কলকাতাঃ নবান্ন থেকে ১০ টি জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

ছবি সৌজন্যে দেবের ইনস্টাগ্রাম প্রোফাইল

আইপিএল ২০২০ : সিএসকে-র জয়কে বাখ্যা করতে সিনেমার আশ্রয় নিলেন শেহওয়াগ

English summary
IPl 2020: Actor Dev meet With BCCI president Sourav Ganguly In duabai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X