For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই ৫ কারণে আইপিএল ২০২০তে একের পর এক ম্যাচ হেরে চলেছে চেন্নাই সুপার কিংস

এই ৫ কারণে আইপিএল ২০২০তে একের পর এক ম্যাচ হেরে চলেছে চেন্নাই সুপার কিংস

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০তে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের। আইপিএল ১৩তে ৭ ম্যাচ খেলে ধোনির দল ৫টি ম্যাচ হেরে বসল। যেকারণে ৭ ম্যাচ শেষে মাত্র ৪ পয়েন্ট নিয়ে এই মূহূর্তে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে চেন্নাই। হতশ্রী পারফর্ম্যান্সের কারণে তাঁদের এবার আইপিএল ২০২০-র প্লে-অফ ওঠা অনিশ্চিত।

দলের পারফর্ম্যান্স নিয়ে ধোনির কী বক্তব্য

দলের পারফর্ম্যান্স নিয়ে ধোনির কী বক্তব্য

'জাহাজে একাধিক ফুটো। একটা বন্ধ করলে আরেকটা দিয়ে জল ঢুকছে।' নিজের দলের সমালোচনায় ধোনি, ম্যাচ হেরে এমনটা বলেছেন। দলের প্রতিটি বিভাগেই দুর্বলতা, একদিক ঠিক করলে অন্য দিকে সমস্যা রয়ে যাচ্ছে বলে চেন্নাই অধিনায়ক জানিয়েছেন। আরিসিবির ১৬৯ রান তাড়া করতে নেমে ধোনির সিএসেকে ১৩২ রানে ইনিংস শেষ করে। ফলে ৩৭ রানে ম্যাচ হেরেছে চেন্নাই।

আইপিএল ২০২০তে কেন এত খারাপ পারফর্ম্যান্স চেন্নাইয়ের, কারণ ১

আইপিএল ২০২০তে কেন এত খারাপ পারফর্ম্যান্স চেন্নাইয়ের, কারণ ১

ব্যাটিংয়ের দুর্বলতা, চেন্নাইকে প্রতি ম্যাচেই ডুবিয়ে চলেছে। শনিবারও সেই ছবিটা ধরা পড়ল। কেকেআরের বিরুদ্ধে কেদার যাদবের মন্থর ব্যাটিংয়ে ম্যাচ হারে চেন্নাই। আরসিবির বিরুদ্ধে ম্যাচেও কাঠগড়়ায় সেই মিডল অর্ডার। যেখানে দায়িত্বজ্ঞানহীন ব্য়াটিংয়ে একের পর এক উইকেট দিয়ে এসে দল রান তাড়া করতে ব্য়র্থ।

ব্যর্থতার কারণে ২

ব্যর্থতার কারণে ২

দলের ওপেনাররা নিয়মিত রান পাচ্ছে না। ডুপ্লেসিস রানের ছন্দে থাকলেও ওয়াটসন ৭টি ম্যাচ খেলে মাত্র ১টি ম্যাচে রান পেয়েছেন। পাঞ্জাবের বিরুদ্ধে ৮৩ রানে অপরাজিত থেকে ডুপ্লেসিসের সঙ্গে ১৮১ রানের পার্টনারশিপ গড়ে দলকে জিতিয়েছিলেন ওয়াটসন। এরপর ফের ব্যাটে ব্যর্থ অজি ক্রিকেটার। যেকারণে এবছর আইপিএলে পাঞ্জাব ম্যাচ বাদ দিলে পাওয়ার প্লেতে অন্য দলগুলির মতো ভালো শুরু করতে পারছে না সিএসকে।

চেন্নাইয়ের ব্যর্থতার কারণ ৩

চেন্নাইয়ের ব্যর্থতার কারণ ৩

মিডল অর্ডারে সুরেশ রায়নার অভাব। আইপিএল ২০২০তে রায়না খেলতে এসেও পারিবারিক কারণে দেশে ফিরে আসেন। যদিও সেই নিয়ে অনেক বিতর্ক রয়েছে। পরবর্তী সময় দলের ওয়েবসাইট থেকে রায়নার নামও সরিয়ে ফেলা হয়েছে। রায়নায় এই মরসুমে আর ফেরার কোনও সম্ভবনা রয়েছে কিনা, সেই প্রশ্ন চেন্নাই সূত্রে কোনও সম্ভবনা নেই বলে ছবিট পরিষ্কার করে দেওয়া হয়েছে। আইপিএল ২০২০তে ৭ ম্যাচ খেলে ফেললেও কিন্তু রায়নার বিকল্প এখনও খুঁজে পেল না দল। শ্যাম কারানকে অলরাউন্ডার হিসেবে ব্যবহার করে চেন্নাই রানের গতি বাড়ানোর চেষ্টা করলেও সব ম্যাচ কারান সফল নন। কোনও ভাবেই মিডল অর্ডারকে চাঙ্গা করা যাচ্ছে না।

কারণ ৪, ফিনিশার ধোনি শেষ, ব্যাটে রান নেই মাহির

কারণ ৪, ফিনিশার ধোনি শেষ, ব্যাটে রান নেই মাহির

আইপিএলে এখনও পর্যন্ত ধোনির উপস্থিতিতে চেন্নাই তিনটি ম্যাচ অল্প রানের ব্যবধানে হেরেছে। রাজস্থানের ২১৬ রানের বিরুদ্ধে শারজায় চেন্নাই ২০০ রানে ইনিংস শেষ করেছিল। যে ম্যাচে ধোনি শেষ ওভারে টম কারানকে ৩টি ছক্কা হাঁকালেও ম্যাচ শেষ করে আসতে পারেননি। পরে সানরাইার্সের বিরুদ্ধে ধোনি ক্রিজে থাকলেও ৭ রানের ব্যবধানে চেন্নাই ম্যাচ হারে। ধোনি সেদিন ৪৭ রানে ক্রিজে ছিলেন। এরপর ধোনি কেকেআর ম্যাচেও দলকে জয়ের গণ্ডি পার করাতে পারেননি। ১৭ তম ওভারে ধোনি বরুণ চক্রবর্তীর শিকার হয়ে আউট হন। ম্যাচে তখন ২২ বলে ৩৯ রান প্রয়োজন। ধোনি আউট হওয়ার পর ম্যাচ হেরেছিল চেন্নাই সুপার কিংস।

কারণ ৫, ভাজ্জির অভাব

কারণ ৫, ভাজ্জির অভাব

স্পিনবিভাগে অভিজ্ঞ হরভজনের অভাব যেন বারে বারে চোখে পড়ছে। পিষূষ চাওলা এবছর উইকেট পেলেও কার্যকরী স্পিনার হিসেবে কৃপণ বোলিং করতে ব্যর্থ। বদলে এখন তাই কর্ণ শর্মাকে দলে আনা হয়েছে। বিদেশি পেসাররাও ব্যর্থ হচ্ছেন। বিশেষ করে ডেথ ওভারে রান খরচ করে নিজেদের উপর চাপ বাড়াচ্ছে চেন্নাই।

English summary
Ipl 2020: Absence of Raina-Harbhajan hurts CSK, 5 reasons why Ms Dhoni's plan fail for CSk
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X