আইপিএল ২০২০: বিরাটের দলের এই ক্রিকেটারকে মানকাড করার সুযোগ পেয়ে কী করলেন অশ্বিন?
বিতর্ক নয় সতর্ক! আইপিএল ২০২০তে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরুদ্ধে মানকাডিং করার সুযোগ পেয়েও বিতর্ক এড়িয়ে গেলেন দিল্লি ক্যাপিটালসের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

ঠিক কী ঘটেছিল
দিল্লির বিরুদ্ধে ১৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে আরসিবি ওপেনার অ্যারন ফিঞ্চ, তৃতীয় ওভারে অশ্বিনের ডেলিভারি করার আগেই বোলিং এন্ডে ক্রিজ ছেড়ে এগিয়ে এসেছিলেন। অশ্বিন পড়িক্কলকে ওভারের তৃতীয় বল করার আগে বোলিং ক্রিজ থেকে অনেকটা এগিয়ে এসে রান নেওয়ার চেষ্টা করেন ফিঞ্চ।

ফিঞ্চকে মানকাড করার সুযোগ পেয়ে কী করলেন অশ্বিন
ফিঞ্চকে এদিন মানকাড করার সুযোগ পেলেও অশ্বিন তা করলেন না। বোলিং এন্ডে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসার জন্য শুধুমাত্র সতর্ক করেই ছেড়ে দেন অশ্বিন।

অশ্বিনকে মানকাড করা নিয়ে আইপিএলের আগে কী বলেছিলেন পন্টিং
প্রসঙ্গত এবছর অশ্বিন দিল্লি ক্যাপিটালস দলে যোগ দিয়েছেন। দিল্লি দলে যোগ দেওয়ার আগে কোচ পন্টিং অশ্বিনকে ক্রিকেটীয় স্পোর্টিং স্পিরিট বিরধী মানকাডিং করা নিয়ে আলোচনা করেন। পন্টিংয়ের সঙ্গে মানকাড না করা নিয়ে অশ্বিনের আলোচনা শিরোনামে উঠে এসেছিল

২০১৯ আইপিএলের সবচেয়ে বড় বিতর্কিত ঘটনা
উল্লেখ্য কিংস ইলেভেন পাঞ্জাব দলের অধিনায়ক থাকাকালীন রাজস্থান রয়্যালসের জোস বাটলারকে ২০১৯ আইপিএলে মানকাড করেন অশ্বিন। যা নিয়ে ২০১৯ আইপিএলে বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল।