For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: ডিভিলিয়ার্সের ৬ ছক্কার ইনিংসে রাজস্থানের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় আরসিবির

আইপিএল ২০২০: ৬ ছক্কার বিধ্বংসী ইনিংসে আরসিবিকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন সুপারম্যান এবি ডিভিলিয়ার্স

  • |
Google Oneindia Bengali News

মরুশহরে এবিডি ঝড়ে উঠে গেল রাজস্থান। এবি ডিভিলিয়ার্সের বিধ্বংসী ব্যাটিংয়ে অসম্ভবকে সম্ভব করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১৭৮ রানের টার্গেট তাড়া করতে নেমে রাজস্থানের বিরুদ্ধে শেষ ২ ওভারে আরসিবির ৩৫ রানের প্রয়োজন ছিল। সেখানেই ১৯তম ওভারে টানা ৩টি ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোর ঘুরিয়ে দেন এবিডি।

১৯তম ওভারে রাজস্থানের হয়ে জয়দেব উনাদকট ২৫ রান খরচ করে বসেন। যারপর শেষ ৬ বলে জয়ের জন্য টার্গেট কমে ১০ রানে এসে দাঁড়ায়। সেখান থেকেই শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয় ফিস্ট পাম্প করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন ডিভিলিয়ার্স।

আইপিএল ২০২০: ডিভিলিয়ার্সের ৬ ছক্কার ইনিংসে রাজস্থানের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় আরসিবির

এই ছক্কার সুবাদেই ২২ বলে এদিন দুরন্ত হাফ সেঞ্চুরি এবিডির। ফলে ১৭৮ রান তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতে ৭ উইকেট ম্যাচ জিতল বিরাট অ্যান্ড কোম্পানি। রান তাড়া করতে নেমে এবি ডিভিলিয়ার্স এদিন ১টি চার ও ৬টি ছক্কা হাঁকিয়ে ২৫০ স্ট্রাইট রেটে ব্যাটিং করে রাজস্থানের মুখের জয় কেড়ে দুই পয়েন্ট নিয়ে আরসিবিকে ১২ পয়েন্টে পৌঁছে দিলেন।

রাজস্থানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে পড়িক্কলের ৩৫, কোহলির ৪৩ রান পেলেও ঝড়ো ব্যাটিংয়ের অভাবে বিরাটের দলে এদিন ম্যাচ থেকে হারিয়ে গিয়েছিল। সেখানে দাঁড়িয়ে এবিডির ব্যাটে আরসিবির অবিশ্বাস্য প্রত্যাবর্তন। ১৯ তম ওভারে উনাদকটকে শুরুতেই তিনটি ছক্কা হাঁকিয়ে প্রোটিয়া ক্রিকেটার রাজস্থানের সব পরিকল্পনা ভেস্তে দিয়ে দলকে আরও একটি জয় উপহার দিলেন। প্রসঙ্গত আইপিএলের ইতিহাসে এবিডি প্রথম ক্রিকেটার যিনি ২৫ বা তার কম বলে সবচেয়ে বেশি ৯টি অর্ধশতরান হাঁকানোর কীর্তি গড়লেন।

অন্যদিকে রাজস্থানের হয়ে এদিন ৩.৪ ওভারে জোফরা আর্চার ৩৮ রান ও জয়দেব উনাদকট ৪ ওভারে ৪৬ রান খরচ করেন। টস জিতে ব্যাটিং নিয়ে স্মিথের ৫৭ ও উথাপ্পার ৪১ রানে ভর করে রাজস্থান ১৭৭ রানে ইনিংস শেষ করেছিল।

English summary
Ipl 2020:A 22-ball fifty from ABD, Royal Challengers Bangalore beat Rajasthan Royals by 7 wickets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X