For Quick Alerts
For Daily Alerts
আইপিএল ২০১৯-এ কে কোন পুরস্কার পেল, জেনে নিন সম্পূর্ণ তালিকা
আইপিএল ২০১৯ এর ফাইনাল হল একেবারে জমজমাট। পুরো টুর্নামেন্টই যেন ফের এক নয়া ইতিহাস তৈরি করল। তৈরি হল নয়া রেকর্ড, ভাঙল পুরনো রেকর্ড। সবমিলিয়ে চূড়ান্ত হিট আইপিএলের দ্বাদশ সংস্করণ। এদিন ফাইনালে চেন্নাই সুপার কিংসকে ১ রানে হারিয়ে মুম্বই ফের একবার কাপ জিতে নিল। একনজরে দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার পেল।

সুপার স্ট্রাইকার
ডু প্লেসি
স্টাইলিস প্লেয়ার
কায়রন পোলার্ড
গেম চেঞ্জার অব দ্য ম্যাচ
রাহুল চাহার
ম্যাচের সেরা
জসপ্রীত বুমরাহ
পিচ অ্যান্ড গ্রাউন্ড অ্যাওয়ার্ড
পাঞ্জাব ও হায়দরাবাদ
আউটস্ট্যান্ডিং পারফর্মার অব দ্য ইয়ার
শুভমান গিল
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড
সানরাইজার্স হায়দরাবাদ
ফাস্টেস্ট ফিফটি
হার্দিক পান্ডিয়া (১৭ বলে অর্ধশতরান)
পারফেক্ট ক্যাচ অব দ্য সিজন
কায়রন পোলার্ড
সুপার স্ট্রাইকার অব দ্য সিজন
আন্দ্রে রাসেল
স্টাইলিস প্লেয়ার অব দ্য সিজন
কে এল রাহুল
ড্রিম ইলেভেন গেম চেঞ্জার অব দ্য সিজন
রাহুল চাহার
অরেঞ্জ ক্যাপ
ডেভিড ওয়ার্নার ৬৯২ রান
পার্পল ক্যাপ
ইমরান তাহির
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য সিজন
আন্দ্রে রাসেল
রানার্স আপ
চেন্নাই সুপার কিংস
পুরস্কার মূল্য ১২.৫ কোটি টাকা
উইনার্স
মুম্বই ইন্ডিয়ান্স
পুরস্কার মূল্য ২০ কোটি টাকা