For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০১৯ - নাটকীয় সিদ্ধান্ত বদল মালিঙ্গার! সিএসকে ম্যাচের আগেই সমস্যায় মুম্বই ইন্ডিয়ানস

নাটকীয় ইউ-টার্নে, লাসিথ মালিঙ্গা মুম্বই ইন্ডিয়ানসের হয়ে আইপিএল ২০১৯-এ খেলার পরিবর্তে শ্রীলঙ্কায় ফিরে গিয়ে ঘরোয়া টুর্নামেন্ট খেলার সিদ্ধান্ত নিলেন।

Google Oneindia Bengali News

লাসিথ মালিঙ্গার আইপিএল ২০১৯-এর কাহিনিতে ফের নাটকীয় বাঁক এল। বুধবারই আইপিএল-এ সিএসকে-র বিরুদ্ধে ঘরের মাঠে নামছেন রোহিতরা। তার আগেই জানা গেল এদিনই দলের প্রধান বোলিং ভরসা মালিঙ্গা শ্রীলঙ্কার ঘরোয়া টুর্নামেন্ট খেলতে দেশে ফিরে যেতে চান। তবে সিএসকে ম্যাচ খেলে দেশে রওনা দেবেন, না তার আগেই চলে যাবেন, তা এখনও স্পষ্ট নয়।

নাটকীয় সিদ্ধান্ত বদল মালিঙ্গার, সমস্যায় মুম্বই ইন্ডিয়ানস

এর আগে আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের দ্বিতীয় ম্য়াচের আগেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছিল ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতা সুপার প্রভিন্সিয়াল কাপ খেলার বাধ্যবাধকতা থেকে মুক্তি দেওয়া হয়েছে মালিঙ্গা-কে। আইপিএল-এর কড়া প্রতিযোগিতায় মালিঙ্গার বিশ্বকাপ প্রস্তুতি আরও ভালো হবে মনে করে তাঁকে পুরো আইপিএল খেলার অনুমতি দেওয়া হয়েছে।

তারপর দীর্ঘদিন পর এমআই জার্সি গায়ে দুটি ম্যাচও খেলেন মালিঙ্গা। হঠাতই এই সিদ্ধান্ত বদলে অবশ্য শ্রীলঙ্কা বোর্ডের কোনও হাত নেই, এটা একেবারেই মালিঙ্গার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

বর্তমানে শ্রীলঙ্কার একদিনের দলের অধিনায়ক মালিঙ্গা। কিন্তু তাঁর নেতৃত্বে প্রত্যাশিত ফল না আসায় বিশ্বকাপে তাঁকে অধিনায়কের পদ থেকে সরানো হতে পারে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় সুপার প্রভিন্সিয়াল কাপে 'গল' দল-কে নেতৃত্ব দিয়ে জেতাতে পারলে, জাতীয় দলের অধিনায়কত্ব থাকবে বলে আশা মালিঙ্গার।

৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলবে শ্রীলঙ্কার ওই ঘরোয়া টুর্নামেন্ট। গলের প্রথম ম্যাচ ৬ তারিখ। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে পুরোদমেই অনুশীলন করেছেন মালিঙ্গা। কিন্তু, রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচের আগের দিন এমআই-এর পক্ষে সাংবাদিক সম্মেলনে আসা কুইন্টন ডি'কক-ও জানাতে পারেননি এই ম্যাচে মালিঙ্গা খেলবেন কি না।

English summary
In a dramatic U-turn, Lasith Malinga decided to go back home to play domestic Sri Lanka tournament instead of playing in IPL 2019 for Mumbai Indians.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X