For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০১৯ নিলাম: সেরা চমক বরুণ ও শিবম! আর কারা সবচেয়ে বেশি লাভবান হলেন, দেখে নিন

আইপিএল ২০১৯ খেলোয়াড় নিলামের বিস্ময় তারকা হলেন বরুন চক্রবর্তী এবং শিবম দুবে। জেনে নিন, অন্যান্য বড় দর পাওয়া ক্রিকেটারদের। 
 

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০১৯-এর খেলোয়াড় নিলামে শেষ বেলায় ১ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ান্সে সুযোগ পেলেন ৩৭ বছরের যুবরাজ সিং। ফর্মে শীর্ষে থাকার সময় একসময় ১৬ কোটিও দর উঠেছিল তাঁর। তবে এদিনের সবচেয়ে বড় চমক দিয়েছেন বরুণ চক্রবর্তী ও শিবম দুবে। দুজনেই আনক্যাপড ক্রিকেটার। অথচ, দুজনেই এবারের আইপিএল-এর সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া খেলোয়াড়দের তালিকায় জায়গা করে নিলেন।

তবে নিলামে এখনও অবধি চাহিদা বেশি দেখা যাচ্ছে ক্যাপড ভারতীয় ও ওয়েস্টইন্ডিয়ান ক্রিকেটারদেরই। একদিকে যেমন শিমরণ হেতমিয়ার, কার্লোস ব্রেথওয়েট, নিকোলাস পুরানরা ভাল দর পেয়েছেন, জয়দেব উনাদাট, অক্ষর প্যাটেল, মোহিত শর্মারাও নিজেদের বেসপ্রাইসের তুলনায় অনেক বেশি দর তুলতে সক্ষম হয়েছেন।

একনজরে দেখে নেওয়া যাক আইপিএল ২০১৯-এর নিলামে সবচেয়ে লাভবান হলেন কারা।

বরুণ চক্রবর্তী

বরুণ চক্রবর্তী

তামিলনাড়ুর এই রহস্য স্পিনারের বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। তাঁকে নিতে ঝাঁপিয়েছিল দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসও। শেষ পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাব তাঁকে ৮.৪ কোটি টাকা দিয়ে কিনেছে!

শিবম দুবে

শিবম দুবে

মুম্বইয়ের অলরাউন্ডার দুবে মুম্বইয়ের স্থানীয় টি২০ লিগে খেলে নজর কাড়েন। ২০ লক্ষ বেস প্রাইসের এই খেলোয়াড়কেও অনেকেই দলে নিতে চেয়েছিল। শেষ পর্যন্ত ৫ কোটি টাকা খরচ করে শেষ হাসি হাসে রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু।

জয়দেব উনাদকাট

জয়দেব উনাদকাট

জয়দেব উনাদকাট ফের রাজস্থান রয়্যালস-এই ফিরেছেন। গত মরসুমে তাঁর দর উঠেছিল ১১.৫ কোটি টাকা। এই মরসুমে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তাঁর বেসপ্রাইস ছিল সবচেয়ে বেশি, ১.৫ কোটি টাকা। এদিন নিলামে কিংস ইলেভেন সিএসকে ও দিল্লি ক্যাপিটালস-কে নিলামে পিছনে ফেলে ৮.৪ কোটি টাকায় তাঁকে কিনে নিয়েছে রয়্যালস।

অন্য়ান্য ভারতীয়রা

অন্য়ান্য ভারতীয়রা

এছাড়া স্পিনার অক্ষর প্যাটেলকে ৫ কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস। পেসার মোহিত শর্মাও ৫ কোটি দর পেয়েছেন। তাঁকে ফিরিয়ে নিয়েছে চেন্নাই সুপার কিংস। মহম্মদ শামি ৪.৮ কোটি টাকায় গিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবে।

ক্যাপড ওয়েস্টইন্ডিয়ানরা

ক্যাপড ওয়েস্টইন্ডিয়ানরা

ব্য়াটে বলে সমান দক্ষ ওয়েস্টইন্ডিজের টি২০ অধিনায়ক কার্লোস ব্রেথওয়েটকে নেওয়ার জন্য এদিন শুরু থেকেই ঝাঁপিয়েছিল কলকাতা নাইটরাইডার্স। তাঁর দর ওঠে ৫ কোটি টাকা। স্টাইলিস ব্যাটসম্যান শিমরন হেতমিয়ারের বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। ৪.২ কোটি টাকায় তিনি খেলবেন বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজির হয়ে। আর ক্যারিবিয়ান টি২০ লিগের আবিষ্কার উইকেটরক্ষক ব্য়াটসম্য়ান নিকোলাস পুরান-ও ৭৫ লক্ষ বেস প্রাইস নিয়ে শুরু করে ৪.২ কোটি টাকার দর পেয়েছেন। তাঁকে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

স্যাম কুরান

স্যাম কুরান

ব্রিটিশ জোরে বোলার ক্রিস ওক কোনও দল না পেলেও তাঁর সতীর্থ স্যাম কুরানই নিলামে বিদেশীদের মধ্যে সবচেয়ে বেশি দর পেলেন। ২ লক্ষ টাকা বেস প্রাইস থাকা এই ব্রিটিশ অলরাউন্ডারকে ৭.২ কোটি টাকা খরচা করে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব।

English summary
Varun Chakravarthy and Shivam Dube become the surprise stars of IPL 2019 Player Auction. Know, other cricketers who have raked in big money. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X