For Quick Alerts
For Daily Alerts
আইপিএলে হায়দরাবাদের হাতে কুপোকাত রাজস্থান, জেনে নিন ম্যাচের হাইলাইটস একনজরে
নির্বাসন কাটিয়ে ২ বছর পরে ফিরে শুরুটা ভালো করতে পারল না অজিঙ্ক রাহানের দল। সানরাইজার্স হায়দরাবাদের শক্তিশালী বোলিং লাইন আপের সামনে কার্যত ধরাশায়ী হতে হল রাহানেদের। মাত্র ১২৫ রান বোর্ডে তুলতে পেরেছে রাজস্থান। জবাবে রান তাড়া করতে নেমে ১৫.৫ ওভারের মধ্যেই হায়দরাবাদ ১ উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। একনজরে দেখে নেওয়া যাক ম্যাচের গুরুত্বপূর্ণ হাইলাইটস।

সানরাইজার্স ইনিংস
- প্রথমেই ৪ রানে উইলিয়ামসনের থ্রোয়ে রান আউট হয়ে ফেরেন শর্ট
- পাওয়ার প্লে-র ৬ ওভারে ১ উইকেটে ৪৮ রান তোলে রাজস্থান
- ৬.২ ওভারে ৫০ রান পূর্ণ করে রাজস্থান
- ১৫.১ ওভারে রাজস্থান ১০০ রান তোলে
- ততক্ষণে ৬ উইকেট পড়ে গিয়েছে অজিঙ্ক রাহানের দলের
- সঞ্জু স্যামসন একমাত্র প্রতিরোধ গড়ে ৪২ বলে ৪৯ রান করেন
- হায়দরাবাদের হয়ে শাকিব আল হাসান ২৩ রানে ২ উইকেট, সিদ্ধার্থ কউল ১৭ রানে ২ উইকেট পান
- এছাড়া রশিদ খান, ভুবনেশ্বর কুমার ও স্ট্যানলেক ১ উইকেট করে পান
- সবমিলিয়ে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান করে রাজস্থান
হায়দরাবাদের ইনিংস
- পাওয়ার প্লে-র ৬ ওভারে ৫৭ রান তোলে হায়দরাবাদ
- শুরুতেই ৫ রানে ঋদ্ধিমান সাহা আউট হয়ে ফেরেন
- ৫.৩ ওভারে ৫০ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ
- ১২ ওভারের মধ্যেই বোর্ডে ১০০ রান তুলে ফেলেন শিখর ধাওয়ানরা
- শিখর ধাওয়ান ৩৩ বলে ৫০ রান করেন
- মাত্র ৬৬ বলে ১০০ রানের পার্টনারশিপ গড়ে সানরাইজার্স
- শিখর ধাওয়ান ৭৭ রানে ও কেন উইলিয়ামসন ৩৬ রানে অপরাজিত থাকেন
- ১৫.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দল