For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্লে-অফকে 'গুড বাই' তারকাখচিত আরসিবি-র! জঘন্য পারফরম্যান্স টিম কোহলির

রয়্যাল চ্যালেঞ্জার্স দলে প্রতিবারই নামজাদা তাবড় ব্যাটসম্যানদের ভিড় থাকে। তবে কোনওবার আইপিএল ঘরে তুলতে পারেনি বিরাট কোহলির দল।

  • |
Google Oneindia Bengali News

রয়্যাল চ্যালেঞ্জার্স দলে প্রতিবারই নামজাদা তাবড় ব্যাটসম্যানদের ভিড় থাকে। তবে কোনওবার আইপিএল ঘরে তুলতে পারেনি বিরাট কোহলির দল। এবারও দলে বড় বড় নাম রয়েছে। বিরাট কোহলি নিজে, সঙ্গে এবি ডিভিলিয়ার্স, কুইন্টন ডি কক, কোরি অ্যান্ডারসন, ব্রেন্ডন ম্যাককালাম, কলিন ডি গ্র্যান্ডহোম। বরং বোলিং বরাবরই কাঁচা আরসিবির। তা সত্ত্বেও এবার বেশিরভাগ ম্যাচ বোলিং নয়, ব্যাটিং ও ফিল্ডিং ব্যর্থতায় হেরে ম্যাচ বিপক্ষকে উপহার দিয়ে এল বিরাটের দল।

প্লে-অফকে গুড বাই তারকাখচিত আরসিবি-র!

একা কোহলি সব ম্যাচে পারফর্ম করবেন তা ভাবা ঠিক নয়। আবার বাকীরা কেউ সেভাবে ব্যাটিংয়ে ধারাবাহিকতা দেখাতে পারবেন না, তাও মেনে নেওয়া যায় না। এবিডি, মনদীপ সিং, গ্র্যান্ডহোম, ডি কক, ম্যাককালাম কেউ যোগ্যতা অনুযায়ী খেলতে পারেননি। একমাত্র বোলিংয়ে ফুল ফুটিয়েছেন উমেশ যাদব। ১০ ম্যাচে ১৪ উইকেট নিয়ে এখনও সর্বোচ্চ উইকেটশিকারী তিনি।

যার নিট ফল, ২০১৭ সালের মতোই এবারও প্লে-অফের আগেই আরসিবির বিদায় ঘণ্টা বেজে যাওয়া। ১০ ম্যাচ খেলে মাত্র ৬ পয়েন্ট পেয়েছে আরসিবি। শেষ চার ম্যাচে ৮ পয়েন্ট পেলেও সেভাবে প্লে-অফে ওঠার সম্ভাবনা নেই। যদি না উপরের দিকে প্রায় সব দল পরপর ম্যাচ হেরে বসে।

হায়দরাবাদ, চেন্নাই, পঞ্জাব শেষ চারে যাবে বলে ধরে নিলে চতুর্থ স্থানের জন্য লড়াই হতে পারে কলকাতা, মুম্বইয়ের মধ্যে। শেষ স্থানে থাকা রাজস্থান এখনও আরসিবির চেয়ে একটি ম্যাচ কম খেলেছে। তারা পরের ম্যাচ জিতলে আরসিবি আরও তলায় তলিয়ে যাবে। ফলেঅঙ্কের জটিল হিসাবে আরসিবি শেষ আলোক বিন্দুর মতো সুযোগ দেখতে পেলেও সেটাকে সুযোগ বলা চলে না। বরং বলা ভালো, জঘন্য পারফরম্যান্স করে প্লে-অফ থেকে আরসিবি ছিটকে গেল।

English summary
IPL 2018 : Royal Challengers Bangalore 1st team to be out of play-off battle
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X