রশিদ খানের অনবদ্য বোলিং, হায়দরাবাদের বিরুদ্ধে ১৪৮ রানের টার্গেট দিল মুম্বই
সানরাইজার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৪৭ রান করল মুম্বই ইন্ডিয়ান্স। ফের একবার সানরাইজার্সের অনবদ্য বোলিংয়ের সামনে ব্যাট হাতে ভালো খেলতে পারল না মুম্বইয়ের মতো শক্তিশালী দলও।

জিততে হলে সানরাইজার্সকে ১৪৮ করতে হবে রান। মুম্বইয়ের হয়ে এল লিউয়িস ২৯ রান, সূর্যকুমার যাদব ২৮ রান ও কায়রন পোলার্ড ২৮ রান করেন। বাকী কেউ সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি।
রাজস্থান ম্যাচের মতোই ফের এদিন বল হাতে জ্বলে উঠলেন রাজস্থান বোলাররা। আফগানিস্তানের স্পিন বোলার রশিদ খান এদিন বল হাতে অনবদ্য বোলিং করেন। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। এছাড়াও হায়দরাবাদের হয়ে সিদ্ধার্থ কউল ২৯ রানে ২ উইকেট, সন্দীপ শর্মা ২৫ রানে ২ উইকেট নেন। এছাড়া শাকিব আল হাসান ৩৪ রানে ১ উইকেট নিয়েছেন।
মুম্বইয়ের হয়ে রোহিত শর্মা, ইশান কিষণ, ক্রুণাল পান্ডিয়া, বেন কাটিং কেউই রান পাননি। সূর্যকুমার, পোলার্ডরা রান করলেও সমসংখ্যক বল খেলেন।