উজ্জীবিত হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের খাতা খুলতে মরিয়া মুম্বই, পড়ুন ম্যাচ প্রিভিউ রিপোর্ট
রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে এদিন বড় পরীক্ষার মুখে পড়তে হবে। শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের ঘরের মাঠে মুখোমুখি হবে মুম্বইয়ের। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে বেশ উজ্জীবিত কেন উইলিয়ামসনের ছেলেরা। ফলে ঘরের মাঠে নামার আগে বেশ ফুরফুরে খেলোয়াড়রা।

এদিকে মুম্বই ইন্ডিয়ান্স উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়েছে। শেষদিকে ডোয়েন ব্র্যাভো বিধ্বংসী ইনিংস খেলে চেন্নাইকে ম্যাচ জিতিয়ে দেন। যা প্রথম ম্যাচেই ধাক্কা অবশ্যই।
এদিকে হায়দরাবাদ প্রথম ম্যাচে রাজস্থানকে অনবদ্য খেলে হারিয়ে দিয়েছে। ব্যাটে-বলে দাপট দেখিয়ে অজিঙ্ক রাহানের দলকে পর্যুদস্ত করেছে। রাজস্থানকে ১২৫ রানে আটকে রেখে সাবলীলভাবে রান তাড়া করে ম্যাচ পকেটে পুরে নিয়েছে।
সানরাইজার্সের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী। ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, শাকিব আল হাসানের সঙ্গে রশিদ খান প্রথম ম্যাচ থেকেই ছন্দে রয়েছেন। ব্যাটিংয়েও কেন উইলিয়ামসন, কার্লোস ব্রেথওয়েট, মনীশ পাণ্ডে, ইউসুফ পাঠান, ঋদ্ধিমান সাহা, বিলি স্ট্যানলেকরা নিজের দিনে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।
এদিকে মুম্বই ইন্ডিয়ান্স বরাবরই শক্তিশালী দল। ব্যাটিংয়ে অধিনায়ক রোহিত শর্মা, বেন কাটিং, জেপি ডুমিনি, হার্দিক ও কুনাল পান্ডিয়া, মুস্তাফিজুর রহমান, কায়রন পোলার্ডরা রয়েছেন। বোলিংয়েও জসপ্রীত বুমরাহ, মিচেল ম্যাকক্লেনেঘন, পোলার্ড ও পান্ডিয়া ভাইরা রয়েছেন।
সাধারণভাবে মুম্বই প্রথম কয়েকটি ম্যাচে ভালো খেলে না। দল সেট হতে সময় নেয়। শেষের দিকে পরপর ম্যাচ জিতে প্রথম চারে জায়গা করে নেয়। এবারও প্রথম ম্যাচ মুম্বই হেরে গিয়েছে। এখান থেকে কত তাড়াতাড়ি দল ঘুরে দাঁড়ায় সেটাই এখন দেখার।
অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ কেন উইলিয়ামসনের নেতৃত্বে প্রথম ম্য়াচে ইতিবাচকতা দেখিয়েছে। সেই মানসিকতা কতটা ধরে রাখতে পারে হায়দরাবাদ তা আইপিএল গড়ালে বোঝা যাবে।

হায়দরাবাদ দল
হায়দরাবাদ দল কেন উইলিয়ামসন, বিপুল শর্মা, রশিদ খান, শাকিব আল হাসান, ঋদ্ধিমান সাহা, বিকি ভুঁই, ক্রিস জর্ডন, খলিল আহমেদ, দীপক হুডা, সন্দীপ শর্মা, সচিন বেবি, শ্রীবৎস গোস্বামী, ইউসুফ পাঠান, কার্লোস ব্রেথওয়েট, মেহদি হাসান, শিখর ধাওয়ান, মহম্মদ নবি, বেসিল থাম্পি, বিলি স্ট্যানলেক, ভুবনেশ্বর কুমার, নটরাজন, মনীশ পাণ্ডে, সিদ্ধার্থ কউল, তন্ময় আগরওয়াল, অ্যালেক্স হেলস

মুম্বই দল
রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, রাহুল চাহার, বেন কাটিং, অখিল ধনঞ্জয়, জেপি ডুমিনি, ইশান কিষণ, সিদ্ধেশ লাড, এভিন লিউয়িস, শরদ লাম্বা, মায়াঙ্ক মারকান্ডে, মিচেল ম্যাকক্লেনেঘন, মহসিন খান, মুস্তাফিজুর রহমান, এমডি নিধেশ, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, কায়রন পোলার্ড, অনুকুল রায়, প্রদীপ সাঙ্গওয়ান, তাজিন্দর সিং, আদিত্য তারে, সৌরভ তিওয়ারি, সূর্যকুমার যাদব, প্যাট কামিন্স