For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE রাজস্থানকে হারিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতল কেকেআর

রাজস্থানের সোয়াই মান সিং স্টেডিয়ামে সম্মুখ সময়ে নামছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস।

  • |
Google Oneindia Bengali News

রাজস্থানের সোয়াই মান সিং স্টেডিয়ামে সম্মুখ সময়ে নামছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। আগেভাগে টুর্নামেন্টে এগোতে গেলে প্লে-অফে জায়গা নিশ্চিত করতে গেলে এই ম্যাচ জিততে হবে। বিশেষ করে কলকাতা চারটি ম্যাচে দুটিতে জিতেছে। আর রাজস্থান তিনটি ম্যাচে দুটিতে জিতেছে। অ্যাওয়ে ম্য়াচে জিতে ফিরতে পারলে কলকাতা মানসিকভাবে আরও এগিয়ে যাবে। এদিকে রাজস্থানের হোম ম্যাচের যেমন অ্যাডভান্টেজ রয়েছে, তেমনই ঘরের ম্যাচে গত কয়েকবছরে রাজস্থান হারেনি। ফলে সেটাও অজিঙ্ক রাহানেদের বাড়তি আত্মবিশ্বাসী করে তুলবে। এই অবস্থায় দীনেশ কার্তিকের কলকাতা কীভাবে ম্যাচ বের করে সেটাই এখন দেখার।

LIVE কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের সমস্ত আপডেট দেখুন এখানে

ম্যাচের সমস্ত আপডেট দেখুন এখানে

১৯তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে কলকাতাকে জয় এনে দিলেন অধিনায়ক দীনেশ কার্তিক। রানা ৩৫ রানে ও কার্তিক ৪২ রানে অপরাজিত রইলেন।

১৮ ওভার শেষে ১৫১ কলকাতার। শেষ ১২ বলে ম্যাচ জিততে প্রয়োজন আর মাত্র ১০ রান।

১৭ ওভার শেষে কেকেআর ৩ উইকেটে ১৪২। শেষ তিন ওভারে করতে হবে ১৯ রান।

জয়দেব উনাদকাটের বলে ছক্কা হাঁকালেন দীনেশ কার্তিক। তৃতীয় বলে কার্তিকে ছক্কার পরে পঞ্চম বলে ছক্কা হাঁকালেন নীতীশ রানা।

১৬তম ওভারে উঠল মাত্র ৫ রান। জিততে আর চার ওভারে চাই ৩৫ রান।

১৫ ওভার শেষে কলকাতা করল ১২১ রান। শেষ পাঁচ ওভারে জেতার জন্য চাই ৪০ রান।

১৪ ওভার শেষে কেকেআর ১১৬। রানা ২০ রানে ও কার্তিক ১৫ রানে ক্রিজে রয়েছেন।

১৩ ওভার শেষে কলকাতা করল ৩ উইকেটে ১১০ রান। ক্রিজে রয়েছেন নীতীশ রানা ও দীনেশ কার্তিক।

১২.৩ ওভারে গৌতমের বলে ৪৮ রানে আউট উথাপ্পা। একশো পেরোল কলকাতা।

১২ ওভার শেষে কেকেআর-এর রান ৯৭।

১১তম ওভারের পর কলকাতা করল ৯০ রান। ব্যাট করছেন উথাপ্পা ও নীতীশ রানা।

১০ ওভার শেষে কলকাতার রান ৮৭/২। রবীন উথাপ্পা ৪৭ রানে অপরাজিত।

৯ ওভার শেষে কলকাতা ২ উইকেটে ৭৮।

৮.৪ ওভারের মাথায় রান আউট নারিন। করলেন ২৫ বলে ৩৫ রান।

৮ ওভার শেষে কলকাতা ১ উইকেটে ৬৮ রান তুলল। নারিন ৩৫ ও উথা্প্পা ৩৪ রানে ব্যাট করছেন।

৭ ওভার শেষে কল কলকাতা ৬২ রান তুলেছে ১ উইকেটের বিনিময়ে।

ষষ্ঠ ওভারের শেষ বলে গোপালকে ছক্কা হাঁকিয়ে কেকেআর-এর স্কোর পঞ্চাশ পার করলেন উথাপ্পা। ৬ ওভার শেষে কেকেআর ৫৩/১।

৫ ওভার শেষে কলকাতার রান ৪০/১। জয়দেব উনাদকাটের বলে ১৩ রান নিলেন উথাপ্পা।

ধবল কুলকার্নির বলে পরপর তিনটি চার মারলেন সুনীল নারিন। নিলেন এক ওভারে ১২ রান। কেকেআ ৪ ওভার শেষে ২৭/১।

তৃতীয় ওভার শেষে কেকেআর ১৫/১।

দ্বিতীয় ওভারে উঠল ৮ রান। কলকাতা ৯/১।

১ ওভার শেষে কলকাতার রান ১। ক্রিজে রয়েছেন সুনীল নারিন ও রবীন উথাপ্পা।

প্রথম ওভার বল করতে এলেন কৃষ্ণাপ্পা গৌতম। তৃতীয় বলে শূন্য রানে আউট ক্রিস লিন।

ব্যাট করতে নামল কলকাতা নাইট রাইডার্স।

২০তম ওভারের পঞ্চম বলে রান আউট ধবল কুলকার্নি। ইনিংস শেষে রাজস্থান করল ১৬০/৮।

১৯ ওভার শেষে রাজস্থানের রান ১৫১। ১৯ রানে ক্রিজে বাটলার।

কারানের ওভারের দ্বিতীয় বলে পড়ল আর একটি উইকেট। আউট এস গোপাল।

১৯তম ওভারের প্রথম বলে ষষ্ঠ উইকেট পড়ল রাজস্থানের। টম কারানের বলে ১২ রানে আউট কৃষ্ণাপ্পা গৌতম।

১৮ তম ওভারে উঠল ১৪ রান। রাজস্থান ১৪১/৫।

১৭ ওভার শেষে রাজস্থানের রান ৫ উইকেটে ১২৭।

১৬.১ ওভারে চাওলার বলে আউট বেন স্টোকস।

১৬ ওভার শেষে রাজস্থান ৪ উইকেটে ১২২ রান।

১৫ ওভার শেষে রাজস্থান ১১২ তুলল ৪ উইকেটের বিনিময়ে। ক্রিজে রয়েছেন বেন স্টোকস ও জোস বাটলার।

কুলদীপের বলে কভারে রাসেলের হাতে ক্যাচ আউট রাহুল ত্রিপাঠী। চতুর্থ উইকেট পড়ল রাজস্থানের। ১৪ ওভার শেষে রান ১০৬।

নীতীশ রানার বলে ৪৪ রানে আউট ডি শর্ট। ১৩ ওভার শেষে রাজস্থান ৯৯/৩।

শিবম মাভির বলে উঠল ১৪ রান। রাজস্থান ১২ ওভার শেষে ৯৫ রান ২ উইকেটের বিনিময়ে।

১১ তম ওভারে নারিনের বলে উঠল ১০ রান। রাজস্থান ৮১/২।

১০ ওভার শেষে রাজস্থান করল ২ উইকেটে ৭১ রান।

৮.৪ ওভারের মাথায় মাভির বলে ৭ রানে আউট স্যামসন। ৯ ওভার শেষে রাজস্থান ৬২/১।

৮ ওভার শেষে রাজস্থান ৫৮/১। রাহানের পর নামলেন সঞ্জু স্যামসন।

৬.৫ ওভারের মাথায় পড়ল প্রথম উইকেট। নীতীশ রানার ওভারে দীনেশ কার্তিকের হাতে রান আউট রাহানে।

ষষ্ঠ ওভার শেষে রাজস্থান ৪৮/০। অজিঙ্ক রাহানে ৩৫ ও টি শর্ট ১২ রানে ব্যাট করছেন।

পঞ্চম ওভারে বল করতে এলেন শিবম মাভি। রাজস্থান নিল ১৩ রান। ৫ ওভার শেষে উঠল ৪০/০।

চতুর্থ ওভার বল করতে এলেন সুনীল নারিন। প্রথম চার বলে চারটি চার মারলেন রাহানে। এই ওভারে সুনীল দিলেন ১৮ রান। রাজস্থান ৪ ওবার শেষে বিনা উইকেটে ২৭ রান।

তৃতীয় ওভার শেষে রাজস্থানের স্কোর ৯ রান। এই ওভারে পীযূষ চাওলা দিলেন ২ রান।

২ ওভার শেষে রাজস্থান ৭ বিনা উইকেটে। দ্বিতীয় ওভার করলেন কুলদীপ যাদব।

১ ওভার শেষে রাজস্থান বিনা উইকেটে ৩ রান। ক্রিজে অজিঙ্ক রাহানে ও টি শর্ট।

শুরু হল ম্যাচ। বোলিং ওপেন করতে এলেন পীযূষ চাওলা।

দুই দলের প্রথম একাদশে আজ কারা? জানা গেল প্রথম একাদশ।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Here's the Playing XI for <a href="https://twitter.com/hashtag/RRvKKR?src=hash&ref_src=twsrc%5Etfw">#RRvKKR</a>.<br><br>Follow the game here - <a href="https://t.co/SVQDZM1CYM">https://t.co/SVQDZM1CYM</a> <a href="https://t.co/2ACfPii50y">pic.twitter.com/2ACfPii50y</a></p>— IndianPremierLeague (@IPL) <a href="https://twitter.com/IPL/status/986607279108534272?ref_src=twsrc%5Etfw">April 18, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

রাজস্থানের বিরুদ্ধে টসে জিতল কেকেআর। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত দীনেশ কার্তিকের।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/KKR?src=hash&ref_src=twsrc%5Etfw">#KKR</a> Captain <a href="https://twitter.com/DineshKarthik?ref_src=twsrc%5Etfw">@DineshKarthik</a> wins the toss and has put the home team <a href="https://twitter.com/hashtag/RR?src=hash&ref_src=twsrc%5Etfw">#RR</a> to bat first.<a href="https://twitter.com/hashtag/RRvKKR?src=hash&ref_src=twsrc%5Etfw">#RRvKKR</a> <a href="https://twitter.com/hashtag/VIVOIPL?src=hash&ref_src=twsrc%5Etfw">#VIVOIPL</a> <a href="https://t.co/jnrVWj6Jyc">pic.twitter.com/jnrVWj6Jyc</a></p>— IndianPremierLeague (@IPL) <a href="https://twitter.com/IPL/status/986606398317281281?ref_src=twsrc%5Etfw">April 18, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

সন্ধ্যা সাড়ে সাতটায় টস অনুষ্ঠিত হবে। টস করতে নামবেন দুই দলের অধিনায়ক দীনেশ কার্তিক ও অজিঙ্ক রাহানে।

English summary
IPL 2018 : Match 14 : Kolkata Knight Riders (KKR) vs Rajasthan Royals (RR) match live, over by over updates&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X